শনিবার ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২
ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:৪১ এএম আপডেট: ৩১.০১.২০২৬ ২:১০ এএম |




  ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের  আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাবর্ণাঢ্য আয়োজন, অদম্য উৎসাহ আর সুশৃঙ্খল ক্রীড়াশৈলীর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (গঊঝঈ) -এর ২৬তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোহাম্মাদ আবু হাসানের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোজাহিদুল ইসলাম, এনডিসি, পিএসসি, জি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস জেনিফা ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দ। 
দিনব্যাপী এই উৎসবের সূচনা হয় অভ্যর্থনা পর্বের মাধ্যমে, যেখানে আমন্ত্রিত অতিথিদের উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি কর্তৃক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পরপরই মাঠজুড়ে শুরু হয় বর্ণিল সাজে সজ্জিত হাউজগুলোর সুশৃঙ্খল কুচকাওয়াজ, যা উপস্থিত দর্শকদের বিমোহিত করে। শিক্ষার্থীদের পদভারে মুখরিত মাঠে একে একে শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা যেখানে দৌড়, রিলে দৌড়, ভারসাম্য দৌড়সহ নানা ইভেন্টে শিক্ষার্থীরা তাদের শারীরিক সক্ষমতা ও প্রতিযোগিতামূলক মনোভাবের পরিচয় দেয়। ছোটদের জন্য আয়োজিত 'যেমন খুশি তেমন সাজো' পর্বটি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় অংশ, যেখানে ক্ষুদে শিক্ষার্থীদের সৃজনশীলতা ফুটে ওঠে। এর পরপরই মাঠে প্রদর্শিত হয় সাহসিকতা ও আত্মরক্ষার কৌশল সম্বলিত তায়কোয়ান্দো প্রদর্শনী, যা শিক্ষার্থীদের শৃঙ্খলার এক অনন্য উদাহরণ পেশ করে। 
প্রতিযোগিতায় অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে ছেলেদের মধ্যে সেরা অ্যাথলেট মো. ইশতিয়াক মাহমুদ নাফিস এবং মেয়েদের মধ্যে সেরা অ্যাথলেট জারিন আনজুম রায়া নির্বাচিত হয়ে বিশেষ সম্মাননা লাভ করে। দলগত অর্জনে রানার-আপ ট্রফি জয়ের গৌরব অর্জন করে জগদীশ হাউজ এবং সকল ইভেন্টে পয়েন্টের ব্যবধানে শ্রেষ্ঠত্ব বজায় রেখে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় জয়নুল হাউজ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাঁর হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক বা স্যুভেনিয়ার। সবশেষে বাংলাদেশের ষড়ঋতুকে উপজীব্য করে শিক্ষার্থীরা একটি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে, যা দর্শকদের মুগ্ধ করে।
প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মো. মোজাহিদুল ইসলাম বলেন, "জয়-পরাজয় ছাপিয়ে প্রতিটি অংশগ্রহণকারীই একেকজন বিজয়ী কারণ এগিয়ে যাওয়ার সাহসেই মূল সাফল্য নিহিত। খেলাধূলার এই শিক্ষা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাসের সাথে সফল হয়ে ওঠে-এটাই আমার প্রত্যাশা"
অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মেজর মুহাম্মদ আবু হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দলগত কাজের মানসিকতা এবং খেলোয়াড়সুলভ আচরণ এই অ্যাথলেটিক মিটকে ব্যক্তিগত অর্জনের উর্ধ্বে এক সম্মিলিত উদযাপনে রূপ দিয়েছে। আজকের এই আয়োজনকে পৌঁছে দিয়েছে সফলতার দ্বারপ্রান্তে। এই সফলতা অব্যাহত থাকুক।"
উল্লেখ্য, 'আন্তহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা' গঊঝঈ-এর অন্যতম মর্যাদাপূর্ণ এবং কাঙ্ক্ষিত একটি আয়োজন যা শক্তি, শৃঙ্খলা এবং ক্রীড়াশৈলীর এক অনন্য উদযাপনে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ক্ষমতায় গেলে কুমিল্লার নামেই বিভাগ করবো
১১ দলীয় জোটের গণজোয়ার দেখে অনেকে দিশেহারা
গোমতির উত্তরেও কুমিল্লা শহর সম্প্রসারণ হবে
চাঁদাবাজ-মাদককারবারীদের ঘুম হারাম করে দেব : হাসনাত আব্দুল্লাহ
চৌদ্দগ্রামে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা-১০ ও ৪ আসন বিএনপির ৩ প্রার্থীর প্রার্থিতা বিষয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে রোববার
আজ কুমিল্লায় আসছেন জামায়াত আমীর
কুমিল্লা-৯ আসনে ধানের শীষকে সমর্থন দিয়ে বিদ্রোহীর সরে যাওয়ার ঘোষণা
লাখো জনতার ঐতিহাসিক জনসভা হবে টাউন হল মাঠে-দ্বীন মোহাম্মদ
কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২