নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিভাগ হবে এবং কুমিল্লার নামেই বিভাগ হবে ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লা বিভাগ হবে ইনশাআল্লাহ। আগে ঘোষণা দিয়েছিলাম, আবারও বলছি। যেহেতু আমরা ঘোষণা করেছি এটা আমাদের পবিত্র দায়িত্ব। আমরা ক্ষমতায় গেলে কুমিল্লার নামে বিভাগ করবো। আর যদি না যেতে পারি যারা ক্ষমতায় যাবে, তাদের বাধ্য করবো।
১৮ কোটি মানুষের দেশ। চারটি বিভাগ ছিল। বেড়ে বেড়ে ৮টা হয়েছে। ১০-১২ টি হবে কোন সমস্যা নেই। কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতেই হবে।
শুক্রবার রাতে কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কুমিল্লা বিভাগের সাথে বিমানবন্দর অতপ্রতভাবে জড়িত। কুমিল্লা বিমানবন্দর চালু করা হবে। বিমানবন্দর চালু হলে ইপিজেডে বিদেশি বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
শফিকুর রহমান বলেন, আমরা কথা দিচ্ছি। আমরা কোন এলাকাকে কোন নামের কারণে পূর্বের কোন অযৌক্তিক কারণে আমরা অবশ্যই তাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করবো না ইনশাআল্লাহ।
