নিজস্ব
প্রতিবেদক: একটি দল গণভোট নিয়ে মুখে মুখে ‘হ্যাঁ’ এর কথা বললেও তলে তলে
তারা ‘না’ ভোটের কথা বলছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের
আমির আল্লামা মামুনুল হক।শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লা চৌদ্দগ্রামে১১ দলীয়
জোটের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
চৌদ্দগ্রাম
পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি বলেন, একটি দল মুখে বলে
হ্যাঁ ব্যালটে ভোট দেওয়ার জন্য আবার তলে তলে বলে ‘না’ ব্যালটে ভোট দেওয়ার
জন্য। যারা মুখে এক অন্তরে আরেক- তাদেরকে কী বলে? যারা দুই ধরনের কথা বলে
তাঁরা হলো মোনাফেক। ২৪ পরবর্তী বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলতে চাই আর কোনো
মোনাফেক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না।
তিনি বলেন, গণভোটে হ্যাঁ
ভোট দিয়ে পরিবর্তনকে চূড়ান্ত ভাবে নিশ্চিত করতে হবে। আর যদি গণভোটে হ্যাঁ
জয়যুক্ত না হয় তাহলে বাংলাদেশ পিছিয়ে যাবে।
মামুনুল হক বলেন, দুটি রাজ
পরিবারের হাতে বাংলাদেশের মানুষ আর নিজেদেরকে বন্ধক দিতে রাজি নয়। তাদের
জমিদারির কাছে মানুষ আর বন্দী হতে চায় না। তাই ১১ দলই জোট গঠিত হয়েছে
বাংলাদেশের মানুষের কাছে তাদের অধিকার বুঝিয়ে দেয়ার জন্যে।
নারীদের
উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের যদি কেউ ভয় দেখাতে আসে আপনারা সেটিতে ভয়
পাবেন না। আপনারা চোখ রাঙ্গিয়ে সাহস করে বলবেন- আমার ভোট আমি দিব, যাকে
খুশি তাকে দিব। আমরা আছি আমাদের মা-বোনদের পাশে। তাদের প্রতি কোন অন্যায়
হলে চব্বিশের মত আবারো তারা জেগে উঠবো।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
রাখেন জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ
মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত
মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি
জেনারেল এটিএম মাসম, আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির
এডভোকেট শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি
সাদিক কায়েম প্রমুখ
