রোববার ১ ফেব্রুয়ারি ২০২৬
১৯ মাঘ ১৪৩২
‘আমরা দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না’: ড. শফিকুর রহমান
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ এএম আপডেট: ০১.০২.২০২৬ ১:২৩ এএম |


‘আমরা দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না’: ড. শফিকুর রহমান নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেন, 'বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়। এবং ১৩ তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন দেখতে চাচ্ছে। ১৩ তারিখ থেকে যে পরিবর্তন আসবে তা আসবে যুব সমাজ ও মায়েদের নিরাপত্তার উপর ভর করে। আমরা আর কোন আধিপত্যবাদকে মানবো না ফ্যাসিবাদকে দেখতে চাই না। আমরা আর কোন দুর্নীতিগ্রস্ত সরকার এ দেশে দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই।'
তিনি আরো বলেন, 'আমরা দলীয় কোন শাসনে এ দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামায়াতে ইসলামের বিজয় চাচ্ছি না আমরা ১৮ কোটি মানুষের বিজয় দেখতে যাচ্ছি। ১৮ কোটি মানুষের বিজয় হবে ১১ দলীয় ঐক্য জোটের বিজয়।'
'আমরা বলেছি চাঁদাবাজি সহ যত দুর্নীতির জট আছে তা কেটে দিতে চাই। এক সময় আপনারাও মজলুম ছিলেন কেন জালিম হতে গেলেন। আমরা আশা করবো তারা সংশোধন হবে।'
'বাংলাদেশটা এই যুব সমাজের হাতে তুলে দিতে চাই। এর প্রমান যুবকদের সংগঠন আমাদের সাথে। আমাদের ৬২ ভাগ প্রার্থী যুবক।'
'আমাদের লক্ষ্য এখন ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে নেওয়া। তাই আমরা দলের ভেতরে অন্য কোন দলকে হজম করার নীতিতে বিশ্বাস করি না। তাই আমরা সকল দলের প্রতি সম্মান রেখে ১১ টি দল যার যার প্রতিকে নির্বাচনে অবতীর্ণ হয়েছি। আর আমরা ঘোষণা দিয়েছি প্রতীক যেখানে যেটা বসবে ওটাই আমাদের সবার প্রতিক।আমরা এভাবেই একটি ঐক্যের বার্তা জাতিকে দিচ্ছি। আমরা কথা দিচ্ছি আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে।এমনকি এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আল্লাহ তায়ালা যদি আমাদেরকে সফলতা দেন আমরা যদি বিজয়ী হযই আমরা তাদেরকেও বলব, আসেন আপনারাও অবদান রাখেন।'
শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম মাসম, আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রমুখ।
কুমিল্লা-১১ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী জামায়াত ইসলামীর কেন্দ্রিয় নায়েব আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেন,'আমি আপনাদেরকে কখনো দলীয় দৃষ্ট ভঙ্গিতে দেখি না। আপনারা যারা বিএনপি করেন তাদেরও রাজনীতি করার অধিকার আছে, যারা অন্যদল করেন তাদেরও রাজনীতি করার অধিকার আছে। আপনারা জানেন, চৌদ্দগ্রামের এমপি কোন দলের প্রতিনিধি নয়। আপনারা ভোট দিবেন তাকে যিনি আপনাদের মনের আকাঙ্খা পূরণ করতে পারেন। আপনারা যদি আমাকে ভোট দেন আমি দলমতের ঊর্ধ্বে উঠে আপনাদের পাশে থাকব। আমি সকল দলের সকলের ভোট চাওয়ার অধিকার রাখি।' 
জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'এই নির্বাচন কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতা। অনেকে মনে করছে এই নির্বাচন গত ১৬ বছর তাদের লড়াইয়ের ফসল, তাই তারা জুলাই এর গণঅভ্যুত্থানকেও অস্বীকারের চেষ্টা করছে।'
'বাংলাদেশের সরকারে কি আসবে তার নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। যদি কোন আধিপত্যবাদিগোষ্ঠী এই নির্বাচনে হস্তক্ষেপ করে তাহলে বাংলাদেশের মানুষ ও তাদের বিরুদ্ধে দাঁড়াবে।' 
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, 'বাংলাদেশের দুটি রাজ পরিবারের হাতে বাংলাদেশের মানুষ আর নিজেদেরকে বন্ধক দিতে রাজি নয়। তাদের জমিদারির কাছে মানুষ আর বন্দী হতে চায় না। তাই ১১ দলই জোট গঠিত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে তাদের অধিকার বুঝিয়ে দেয়ার জন্যে।'
'১১ লীয় ঐক্যের গণজাগরণ দেখে একটি দল দ্বিধাদন্দিত। কখনো তারা প্রকাশ্যে বলে হ্যা ভোট দেয়ার জন্য, কখনো তারা তলে তলে বলে না- তে ভোট দেয়ার জন্য। এমন মোনাফেক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না।'
১১ দলীয় ঐক্য আয়োজিত গতকাল ও আজ কুমিল্লা জেলায় ৪ টি নির্বাচনি সভায় অংশ নিচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির। সভায় উপস্থিত থেকে তিনি ঐক্যর প্রার্থীদের হাতে দলের প্রতীক তুলে দেন। সভায় উপস্থিত মানুষের কাছে ভোট চান।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
‘আমরা দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না’: ড. শফিকুর রহমান
একটি দল মুখে ‘হ্যাঁ’ বললেও তলে তলে ‘না’ এর কথা বলে জনসভায় মামুনুল হক
চৌদ্দগ্রামে সমাবেশ থেকে ফেরার পথে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ১০
হাসনাতের নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিল স্কুলের বন্ধুরা
একটি গোষ্ঠী জান্নাতের টিকেট বিক্রির নামে মানুষকে ধোকা দিচ্ছে -হাজী ইয়াছিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
১১ দলীয় জোটের গণজোয়ার দেখে অনেকে দিশেহারা
ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
গোমতির উত্তরেও কুমিল্লা শহর সম্প্রসারণ হবে
ক্ষমতায় গেলে কুমিল্লার নামেই বিভাগ করবো
চৌদ্দগ্রামে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২