শুক্রবার ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২
কুমিল্লায় মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১:৪৬ এএম আপডেট: ১৬.০৫.২০২৫ ২:৩৫ এএম |





  কুমিল্লায় মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন  কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভোগÍভোগী পরিবার। বৃহস্পতিবার ১৫ মেকুমিল্লা মহানগরীর ২৭নং ওয়ার্ডের পূর্ব মাটিয়ারা গ্রামের মৃত ফজলুল হকের পুত্র মো: ওমর ফারুক এই সংবাদ সম্মেলন আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার আপন চাচা দেলোয়ার হোসেন ও জেঠাত ভাই আবুল হাসনাত প্রকাশ মোহাম্মদ আলী মিথ্যা ও কাল্পনিক তথ্য প্রচারের জন্য সংবাদ সম্মেলন আয়োজন করেছেন, যার কোনো ভিত্তি নেই। তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ষড়যন্ত্র করা হচ্ছে।
ওমর ফারুক বলেন, "সংবাদে উল্লেখ করা হয়েছে যে, আমি বিএনপির সকল নেতাকর্মীকে নিয়ে জোরপূর্বক জায়গা দখল করেছি, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি জানান, সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে এমন মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। আগামী মাসে মামলার (৫৩/২০২০) হাজিরা রয়েছে।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে স্থানীয় বাহার ও তার অনুসারী হাছান কাউন্সিলরের ছত্রছায়ায় আমার জায়গা জোরপূর্বক দখল করা হয়েছে এবং আমার বাড়ীঘর ভাংচুর করা হয়েছে ২০২০ সালে।
ওমর ফারুক প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে দাবি জানান, তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের সুষ্ঠু তদন্ত করা হোক এবং তার সম্পত্তি জোরপূর্বক দখলে রাখার বিষয়েও সঠিক সমাধান করা হোক।
তিনি বলেন, আমার জেঠাত ভাই দাবি করেছেন তার বাবা বিএনপির রাজনীতি করেছেন, আমি সেই কথায় একমত। কিন্তু তিনি (আবুল হাসনাত প্রকাশ মোহাম্মদ আলী) আওয়ামী ফ্যাসিবাদী দোসর হিসেবে কাজ করে আসছেন।
ওমর ফারুক জানান, বিগত সরকারের আমলে তার বাড়ীঘর ভাংচুরের ভিডিও ফুটেজ তার কাছে রয়েছে এবং সেই ভয়ে তার জেঠাত ভাই মিথ্যা তথ্য প্রচার করছেন।
প্রকৃতপক্ষে আমার চাচা ও জেঠাতো ভাই পূর্বে আমার সাথে যেসকল কার্মকান্ড ঘটিয়েছে তার ভয়ে তারা এখন এই মিথ্যা সংবাদ প্রচারের চেষ্টা করছে। তারা ভাবছে তারা পূর্বে যেভাবে জোর পূর্বক দখল করেছে আমরাও সেইভাবে দখল করবো। কিন্তু না আমরা তাদের মত করতে চাইনা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওমর ফারুকের ছোট ভাই আবু বকর সিদ্দিক,  স্বর্ণকার রুস্তম আলী, মো: লিটন মজুমদার,  এরশাদ মজুমদার, স্বর্ণকার আবুল খায়ের, স্বর্ণকার আলমগীর, মো: আবুল খায়ের, মো: আল আমিনসহ প্রমুখ।














সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ‘জুলাই সমাবেশ’ আজ
এ সরকারের হাতে দেশের ভূখণ্ডনিরাপদ নয়
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন
দুই মাস ভেঙে পড়ে আছে ব্রিজ, চলাচলের দুর্ভোগে ১০গ্রামের মানুষ
কুমিল্লায় ঘুষ ছাড়াই নিয়োগ পেলেন ৭৫ কনস্টেবল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন
কুমিল্লায় বালক- বালিকাদের সাতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা জেলার সাংগঠনিক প্রস্তুতি সভা
কুমিল্লায় ছাত্রদলের পদবঞ্চিদের বিক্ষোভ, সাংবাদিককে ছরিকাঘাত
কুমিল্লায় কৃষি উদ্যোক্তা বাছাই কর্মশালা অনুষ্ঠিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২