মঙ্গলবার ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২
কুমিল্লায় বাড়ছে নারী ও শিশু নির্যাতন মামলা
এক মাসে ধর্ষণের অভিযোগ ১৭টি
বশিরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১:৪৪ এএম আপডেট: ১৩.০৫.২০২৫ ২:২৮ এএম |



 কুমিল্লায় বাড়ছে নারী ও শিশু নির্যাতন মামলা কুমিল্লায় বাড়ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা। মার্চ মাসে এসব অপরাধে জেলায় ৩৮টি মামলা হলেও এপ্রিল মাসে মামলা দায়ের হয়েছে ৫১টি। এর মধ্যে ১৭টিই ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে বলে জানা গেছে। সোমবার (১২ এপ্রিল) জেলা আইন-শৃংখলা কমিটির সভা থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আমিরুল কায়ছারের সভাপতিত্বে সভায় অংশ নেন প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর উর্দ্ধতণ কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
জেলা আইন শৃংখলা কমিটির সভায় উত্থাপিত অপরাধ বিবরণী সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন অপরাধের ঘটনায় মার্চ মাসের চেয়ে এপ্রিল মাসে ১৩টি ঘটনা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও জেলায় মামলা বৃদ্ধি পেয়েছে খুন ও চাঁদাবাজির ঘটনায়। এপ্রিল মাসে খুনের ঘটনায় মামলা হয়েছে ৮টি। তবে এছাড়াও মার্চ মাস থেকে এপ্রিল মাসে কমেছে ডাকাতির ঘটনা ও চুরি। 
নারী ও শিশু নির্যাতন মামলা বৃদ্ধির কারণ হিসেবে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেন, অপরাধচিত্র সবসময় থাকে না। কখনো অপরাধ বেশি হয়, কখনো মামলার সংখ্যা বেশি হয়।  এমনও হতে পারে মানুষ এখন আইনের আশ্রয় নিচ্ছে বেশি, এ কারণে মামলার সংখ্যাও বাড়ছে। তার মানে এই নয় যে এ ধরণের অপরাধ হচ্ছে না। তারপরও যেহেতু ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিচ্ছে- তাহলে বলা যায়, আইনশৃঙ্খলা ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়ছে। আমরা আশা করবো আইনশৃঙ্খলাবাহিনী এগুলো তদন্ত করে ব্যবস্থা নিবে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা বাড়ছে তার কারণ হচ্ছে এই অপরাধের বিষয়ে আমরা সচেতন আছি। আগে এমন অপরাধ ঘটলে মানুষ স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করতো। কিন্তু এখন আমরা তা হতে দিচ্ছি না। অনেক সময় দেখা যায় বাদী পক্ষ অভিযোগ করে না, কিন্তু আমরা যে ভাবে জানি সাথে সাথে ব্যবস্থা নেই। প্রত্যেকটা বিষয়ে আমরা জানার চেষ্টা করছি এবং মামলা নিচ্ছি। যে কারণে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার পরিমান বৃদ্ধি পাচ্ছে। 
কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট বদিউল আলম সুজন বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ বাড়ছে। ধর্ষণ একটি মারাত্মক অপরাধ। সেটির বিষয়েও সম্প্রতি ব্যাপক খবর আসছে। তাই মামলা বৃদ্ধি পাচ্ছে। তবে এ বিষয়টিকে দুই ভাবে দেখা যায়। যেমন আগে বিভিন্ন এলাকায় ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠলে রফা-দফা হয়ে যেতো কিংবা প্রভাব প্রতিপত্তির কারণে থানায় আসতো না। কিন্তু এখন মানুষ ভুক্তভোগী হলেই থানায় কিংবা আদালতে এসে মামলা করছে। অপরাধের সাথে সাথে আইনের আশ্রয় নেওয়ার হার বাড়ছে। 
অপরাধ বিবরণী থেকে আরো জানা গেছে, পুলিশ ও র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এপ্রিল মাসে জেলা পুলিশ  ৩টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভলবার, ১টি শটগান, ৬টি ছুরি, ১টি সুইচগিয়ার, ১টি চাকু, ১টি তলোয়ার, ১টি চাপাতি, ৩টি কিরিচ, ৩টি চাইনিজ কুড়াল, ১টি ছেনি, ১৪ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগজিন উদ্ধার করেছে। এছাড়াও র‌্যাব-১১  বিদেশী রাইফেল ১টি, ১টি বিদেশী শটগান, ১টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভলবার, ২টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ ৩জনকে গ্রেফতার করেছে।  
গতমাসে অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে পরিদর্শন করে ১টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে এবং ৭টি প্রতিষ্ঠানকে এক লাখ ৩৫হাজার টাকা জরিমানা করেছে।  
গতমাসে জেলার বিভিন্ন স্থানে একশ ৩৬টি মোবাইলকোর্ট পরিচালনার ঘটনায় দুইশ  ৩৭টি মামলা দায়েরসহ দুই লাখ ২৩হাজার দুইশ পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ড্রেজার ব্যবসায়ীদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৩২টি অভিযানে ২৯টি মামলা দায়ের করে ২১লাখ ৮০হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
সভায় এসব বিষয় পর্যালোচনা করে জেলা আইনশৃংখলা কমিটি সিদ্ধান্ত গ্রহন করেছে- আইনশৃংখলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সর্বদা সতর্ক থাকতে হবে। জেলার সকল উপজেলায় এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে যেকোনো অপরাধ প্রতিরোধে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা তৎপর থাকতে হবে। কৃষি জমি ভরাট রোধে ড্রেজার মেশিন, এক্সকেভেটর, ট্রাক্টর জব্দসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে। আইন শৃংখলা রক্ষাকারী সংস্থাকে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখতে হবে। অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করতে হবে।










 



















সর্বশেষ সংবাদ
কুমিল্লায় বাড়ছে নারী ও শিশু নির্যাতন মামলা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত
বরুড়ায় এক দিনে ১৫ ইউনিয়নে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লা সিটির বর্ধিত সেবামূল্য স্থগিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৩৭ ডিগ্রি তাপমাত্রায় হাঁসফাঁস কুমিল্লা
হোটেল কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দেয় বাবুর্চি
কুমিল্লা জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কমিটি গঠন
২৪দিনেও গ্রেপ্তার হয়নি কেউ!
বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২