বুধবার ২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
কুমিল্লা সিটির বর্ধিত সেবামূল্য স্থগিত
তানভীর দিপু:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২:০০ এএম আপডেট: ১৩.০৫.২০২৫ ২:২৭ এএম |



  কুমিল্লা সিটির বর্ধিত সেবামূল্য স্থগিত  কুমিল্লা সিটি করপোরেশনের ঘোষিত নাগরিক সেবামূল্য স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ। সোমবার দুপুরে নগরবাসীর পক্ষে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সহ কয়েকজন বিশিষ্ট নাগরিক স্মারকলিপি দেন। স্মারকলিপি পড়ে ও নাগরিকদের সঙ্গে কথা বলে নগর প্রশাসক মূল্যতালিকা স্থগিত করেন। চলতি মাসের ১ তারিখ থেকে সেটি কার্যকর করার কথা ছিল। ওই তালিকার 'বেকার ভাতা ২০ টাকা থেকে ১০০ টাকা' করার বিষয়টি বেশ সমালোচনার সৃষ্টি করে। 
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলমের হাতে দেয়া স্মারকরিপিতে বলা হয়,আমরা কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। গত ২০ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন নাগরিক সেবার মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। এরপর গত ১৫ এপ্রিল সিটি করপোরেশনের সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা এতে স্বাক্ষর করেন। এতে ২৩ টি নাগরিক সেবার বর্তমান মূল্য ও পুনঃনির্ধারিত মূল্য তুলে ধরা হয়। এতে ১৯ টি খাতে মূল্য বাড়ানো হয়। এইক্ষেত্রে পাঁচগুণ টাকা বাড়ানো হয় ১৫ টি খাতে। কোন ধরনের গণশুনানি ছাড়া এভাবে মূল্য বাড়ানোর নজির নেই।
স্মারকলিপিতে বলা হয়, জানুয়ারি মাসের সিদ্ধান্ত, হঠাৎ করে মে মাসে বাজেটের একমাস আগে জানান দেওয়া হয়। এতোদিন এই সিদ্ধান্ত কেন জানানো হল না। আবার বলা হচ্ছে ১ মে থেকে এটি কার্যকর হবে।বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে এভাবে জনস্বার্থ বিরোধী মূল্য তালিকা বৃদ্ধি কোনভাবেই কাম্য হতে পারে না। কুমিল্লা সিটি করপোরেশন লাভবান। এখানে টাকার অভাব নেই। কর্মকর্তা কর্মচারী ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মীরা নিয়মিত বেতন ভাতা পাচ্ছেন। সিটি করপোরেশনে ১৫৩৮ কোটি ১০ লাখ টাকার অধিকতর উন্নয়ন কাজ চলছে। অন্যান্য ফি নগরবাসী দিচ্ছেন। এমতাবস্থায় জনস্বার্থ বিরোধী পুনঃনির্ধারিত মূল্যতালিকা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় নগরবাসীকে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দাদের পক্ষে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কলেজ শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, প্রকৌশলী আকবর হোসেন প্রমুখ।
মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কোন ধরনের গণশুনানি ছাড়া পাঁচগুণ সেবামূল্য বাড়ানো হয়। এটা মানা যায় না। আমরা প্রশাসক মহোদয় কে সেটি বাতিল করার কথা বলেছি। আমাদের বক্তব্য শুনে তিনি তা স্থগিত করেছেন। 
এর আগে এই বর্ধিত সেবমূল্যের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। তিনিও বলেন, নাগরিকদের মতামত না নিয়ে সেবামূল্য বৃদ্ধি করা সমীচীন হয়নি। 
প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ বলেন, সেবামূল্য পুনঃনির্ধারন স্থগিত করা হল। এটা নিয়ে আমরা আবার বসবো। সবার সঙ্গে কথা বলব।
















সর্বশেষ সংবাদ
বাড়ি ছাড়লেন সেই নারী
এখনো হয়নি ডাক্তারি পরীক্ষা গ্রেপ্তার ফজর হাসপাতালে
চৌদ্দগ্রাম থানায় ১২২ জনের বিরুদ্ধে মামলা
যথাসময়ে নির্বাচনের তারিখ এবংতফসিল ঘোষণা হবে
চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত বুধবার : উপদেষ্টা সাখাওয়াত হোসেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের ৫ দিন পর সেপটিক ট্যাংকে মিলল নারীর বস্তাবন্দি লাশ
অবশেষে বন্ধ হলো কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা
কুমিল্লার মুরাদনগরে ভুক্তভোগীর বাড়িতে কায়কোবাদ
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
বরুড়ায় “আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম” সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২