বুধবার ২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
চান্দিনায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ
দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দায়-দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১:৪৪ এএম আপডেট: ১৩.০৫.২০২৫ ২:২৬ এএম |



দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে  দায়-দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে সরকারের মদদে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
সোমবার (১২ মে) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন- আপনি কিছু লোক ও কয়েকজন ছেলেকে লেলিয়ে একটি দলকে নিষিদ্ধ করতে তাদেরকে আন্দোলনে মাঠে নামতে উদ্বুদ্ধ করেছেন। এনসিপি নামে একটি নতুন দল গঠিত হয়েছে, কয়েকজন পোলাপান সেখানে আছে শুধুমাত্র তাদের আন্দোলনে বা শুধুমাত্র জামায়াত ইসলামের আন্দোলনে একটি দলকে নিষিদ্ধ বা একটি দলের কার্যক্রম বন্ধ করে দিবেন? এতে যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে এর দায়-দায়িত্ব নিতে হবে’। 
তিনি আরও বলেন- ১৯৪৯ সালে মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানীর হাত ধরে এ দল প্রতিষ্ঠা লাভ করে। এ দল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এদেশ এবং জাতিকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজ একজন ব্যক্তি শেখ হাসিনার স্বৈরশাসন প্রবর্তনের কারণে আপনি দলকে নিষিদ্ধ করে দিবেন কেন? দলকে নিষিদ্ধ করার একমাত্র মালিকানা হলো জনগণের।
আজকে আওয়ামী লীগের নেতা-নেত্রী হিসেবে শেখ হাসিনা এবং তার দলের লোকেরা যে অন্যায় করেছে প্রথম তাদের গ্রেফতার করে সাজা দেন। তাদের বিরুদ্ধে রায় দেয়ার পরে কোন জায়গাতে যদি দল হিসেবে তাদের অন্তর্ভূক্তি থাকে তখন তাদের দলের কার্যক্রম বন্ধ করবেন। 
কোন রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করে দেয়ার ফল ভাল হয়না। আওয়ামী লীগ একটি বড় সংগঠন তাদের কার্যক্রম আপনি বন্ধ করে দিয়েছেন। এরা গোপন সংগঠন করতে পারে, দেশে নানা রকম গোপন সংগঠনের কার্যক্রম চালিয়ে মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পারে।
সমাবেশে মাধাইয়া ইউনিয়ন এলডিপি’র সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, এলডিপি’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ। 
চান্দিনা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাতাঘাসী ইউপি চেয়ারম্যান এড. সাদেকুর রহমান, মাধাইয়া ইউনিয়ন এলডিপি সভাপতি সামাদ আড়তদার, সহ-সভাপতি ফরিদ হাজী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া সুমন, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, প্রভাষক সোহেল খাঁন প্রমুখ। 















সর্বশেষ সংবাদ
বাড়ি ছাড়লেন সেই নারী
এখনো হয়নি ডাক্তারি পরীক্ষা গ্রেপ্তার ফজর হাসপাতালে
চৌদ্দগ্রাম থানায় ১২২ জনের বিরুদ্ধে মামলা
যথাসময়ে নির্বাচনের তারিখ এবংতফসিল ঘোষণা হবে
চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত বুধবার : উপদেষ্টা সাখাওয়াত হোসেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের ৫ দিন পর সেপটিক ট্যাংকে মিলল নারীর বস্তাবন্দি লাশ
অবশেষে বন্ধ হলো কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা
কুমিল্লার মুরাদনগরে ভুক্তভোগীর বাড়িতে কায়কোবাদ
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
বরুড়ায় “আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম” সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২