বাংলাদেশ
সরকারি প্রাথমিক বিদ্যালয় কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মিলনায়তনে ১৭টি উপজেলার
প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের উপস্থিতিতে এ কমিটি ঘোষনা করা হয়।
জেলার চৌদ্দগ্রাম উপজেলার যুগিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক খালেদ বিন গফুর মজুমদারকে সভাপতি ও বুড়িচং উপজেলার শিবরামপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে ৭৩
সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষনার পর পরিচিতি সভা অনুষ্ঠিত
হয়। উক্ত সভায় খালেদ বিন গফুর মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল, বিশেষ
অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা আলম। অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষকগন দ্বিতীয় শ্রেনীর (১০ম গ্রেড) গেজেটেড মর্যাদা প্রাপ্ত
হওয়ায় অভিনন্দন জানান এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে প্রধান
শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের অনুরোধ করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য
রাখেন ১০ম গ্রেডের মামলার অন্যতম বাদী ও কমিটির সভাপতি এবং সাধারণ
সম্পাদক।