রোববার দুপুর ১২ টায় কুমিল্লা রেলওয়ে স্টেশনে দুইজন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। একজন জনের পরিচয় পাওয়া গেছে অপরজন অজ্ঞাত বৃদ্ধ।
প্রত্যাক্ষদর্শী
সূত্র জানায় রোববার দুপুর ১২ টায় কুমিল্লা রেলওয়ে স্টেশনে প্রচন্ড গরমে
ঘেমে স্টেশনের মাহমুদ বুক স্টলে এসে এক বোতল পানির জন্য টাকা দিয়ে অপেক্ষা
করার সময় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে যান। এসময় দোকানী বাদল মিয়া ট্রেনের
যাত্রীরা দ্রুত ছোটে এসে তাকে উঠিয়ে প্লাটফর্মে বসান। দোকানদার বাদল মিয়া ও
ট্রেনের যাত্রীরা তার মাথায় পানি ঢালেন। একজন যাত্রী তাৎক্ষণিক বুড়িচং
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠর সঙ্গে
যোগাযোগ করলে তিনি জানান লক্ষ্মণে বুঝা যাচ্ছে অতিরিক্ত গরমে তিনি হিট
স্ট্রোক করেছেন। ওর স্যালাইন ও নরমাল পানি খাওয়ানোর পরামর্শ দেন এবং দ্রুত
হাসপাতালে নিয়ে যেতে বলেন। আক্রান্ত ব্যক্তি হল জেলার লালমাই উপজেলার
হরিশ্চর গ্রামের আবুল কালামের ছেলে রনি (৩৫)। জাহাঙ্গীর আলম রতন নামের এক
ব্যক্তি তার আত্মীয় তাকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করান।
অপর দিকে
একই দিনে পৌনে ১২ টায় কুমিল্লা রেলওয়ে স্টেশনের দক্ষিণ দিকে প্লাটফর্মে এক
বৃদ্ধ (৭০) অজ্ঞাত একই ভাবে মাটিতে লুটিয়ে পড়েন। যাত্রীরা জানান তার নাম
পরিচয় পাওয়া যায় নি। বৃদ্ধা কে যাত্রীরা মাথায় ও শরীরে পানি ঢালেন এবং ওর
স্যালাইন খাইয়ে কিছুটা সুস্থ করে তুলেন। তখন এক লোক এসে তাকে হসপিটালে নিয়ে
যায়।