কুমিল্লার তিতাস উপজেলায় বিভিন্ন পুকুর ও নদীতে ১৬ হাজার দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রবিবার (২৯ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন।
এ
সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন
চাকমা, কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, প্রাণী সম্পদ কর্মকর্তা
সাকিল আহমেদ,মৎস্য কর্মকর্তা নাজমা আক্তার ও মাধ্যমিক শিক্ষা অফিসার
মিজানুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন জানান,
২০২৪–২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপির) আওতায় ৮০ কেজি দেশীয়
মাছের পোনা গোমতী, কাঁঠালিয়া নদীসহ বিভিন্ন পুকুরে অবমুক্ত করা হয়েছে।