শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২
‘শেখ হাসিনার সাথে অনলাইন বৈঠকে অরাজকতার পরিকল্পনা’
মহানগর আ.লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমসহ গ্রেপ্তার ৫
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১২:০৩ এএম আপডেট: ১০.০৫.২০২৫ ১:০৫ এএম |


মহানগর আ.লীগ নেতা জহিরুল  ইসলাম সেলিমসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক: 
অনলাইনে শেখ হাসিনার সাথে মিটিং করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম। ভার্চুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনা ছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি। জহিরুল ইসলাম সেলিমসহ গত ২৪ ঘন্টায় কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের মোট ৫ নেতাকে গ্রেপ্তর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার অন্যারা হলেন কুমিল্লা সদর উপজেলার সুবর্ণপুরের মৃত রফিকুল ইসলামের ছেলে মুমিনুল ইসলাম, দুলালপুর গ্রামের মনিরুল হকের ছেলে বায়োজিদ সরকার, সুরুজ মিয়ার ছেলে আবু সালাম, মৃত কামরুজ্জামানের ছেলে একে এম নাছিরুজ্জামান।
সূত্রে জানা গেছে, গত বুধবার অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লার আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন পতিত আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এই বৈঠকে কুমিল্লা জুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় এডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে। বৈঠকে অংশ নেয়া অন্যদেরকেও গ্রেফতার করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মহানগর আ.লীগ নেতা জহিরুল  ইসলাম সেলিমসহ গ্রেপ্তার ৫
কোতয়ালী মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান, ভার্চুয়াল বৈঠকে কারা কারা অংশ নিয়েছেন সেসব বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। সেই বৈঠকে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতিসহ ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ছাড়াও বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে।
তিনি জানান, এদিন পুলিশের অভিযানে ছিনতাই ও চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- কুমিল্লা সদরের মৃত আলি আকবরের ছেলে শাহজাহান, সফিকুল সিকদারের ছেলে ফাহিম, শাসন গাছার মমতাজ মিয়ার ছেলে কামাল হোসেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
গোপালগঞ্জে কারফিউয়ের মেয়াদ আরো বাড়ল
আটক ১৬৪
ঢাকায় জামায়াতের সমাবেশে যোগ দিতে কুমিল্লা থেকে যাবেন লক্ষাধিক নেতাকর্মী
কুমিল্লায় বিএনপির মৌন মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যাত্রীর ফেলে যাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন ইজিবাইক চালক
তিতাসে যুবকের মরদেহ উদ্ধার- বরিশাল থেকে কুমিল্লায় এনে গলা কেটে হত্যা
বিএনপি কারো উস্কানিতে জড়াবেনা -আবুল কালাম
কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
সরকারই উস্কানি দিয়ে তাদেরকে গোপালগঞ্জ পাঠিয়েছে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২