দেশের
অন্যতম বেসরকারি বানিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি
(ইউসিবি) এর সাথে কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও
সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার
দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য
বিশ্ববিদ্যালয়টির নিজস্ব সুবিশাল ক্যাম্পাসের একাডেমিক ভবনের কনফারেন্স
রুমে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ওই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
এই
চুক্তির মাধ্যমে ইউসিবি ব্যাংক বিশ্ববিদ্যালয়ের হয়ে অনলাইন ক্যাশ কালেকশন
সার্ভিসের পাশাপাশি বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা দিয়ে যাবেন।
সিসিএন
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ড. মো:
তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং পরিচালক প্রশাসন ইফতেখারুল ইসলাম
চৌধুরী সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনসংযোগ
কর্মকর্তা মো: এমদাদুল হক সোহাগ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউসিবি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হেড অব ট্রানজেকশান ব্যাংকিং সিকান্দার-ই আজম।
সিসিএন
পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: আমিনুল ইসলাম চৌধুরী
এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক মো: জামাল নাছের, ইউসিবি
ব্যাংকের পক্ষে হেড অব ট্রানজেকশান ব্যাংকিং সিকান্দার-ই আজম সমঝোতা
চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য
অধ্যাপক ড. প্রকৌশলী মো: শাহ জাহান, লিবারেল আর্টস অনুষদের ডিন ড. আলী
হোসেন চৌধুরী, ইউসিবি ব্যাংকের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল প্রধান মোহাম্মদ
সফিকুল ইসলাম, হেড অব কুমিল্লা ব্রাঞ্চ সালেহ আহমেদ মজুমদার, হেড অব ঝাউতলা
ব্রাঞ্চ আবুল ফয়েজ, হেড অব ময়নামতি ব্রাঞ্চ তাজুল ইসলাম, সিনিয়র রিলেশনশিপ
ম্যানেজার মোহাম্মদ আব্দুন নূর, এক্সিকিউটিভ অফিসার মো: মনিরুল ইসলাম সহ
সিসিএন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সিসিএন শিক্ষা
পরিবারের শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।