মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২
অর্থআত্মসাতের মামলায়
দেবিদ্বারে সাবেক চেয়ারম্যানের ভাই বিএনপি নেতা গ্রেপ্তার
শাহীন আলম
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১:৩৪ এএম আপডেট: ০৭.০৩.২০২৫ ১:৪৬ এএম |




দেবিদ্বারে সাবেক চেয়ারম্যানের  ভাই বিএনপি নেতা গ্রেপ্তারকুমিল্লার দেবিদ্বারে ৪৯ লাখ টাকা আত্মসাতের ঘটনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী মো. আবু কাউছার নামে বিএনপির এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) রাতে দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেবিদ্বার থানায় ৫টি মামলা রয়েছে। 
গ্রেপ্তারকৃত আবু কাউছার বুড়িরপাড় গ্রামের পান্ডব সরকার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে। তিনি সুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সুবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.আবু তাহেরের ছোট ভাই। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াছ।
স্থানীয়রা জানান, বিএনপি নেতা কাউছার এলাকার ত্রাস। তিনি ক্যাডারভিত্তিক রাজনীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার জনশ্রুতিও রয়েছে। হামলা, মারামারিসহ বিভিন্ন অভিযোগের ৫টি মামলার আসামি তিনি। এসব মামলায় জামিনে রয়েছেন।
বিএনপি নেতা কাউছার তার নিকটাত্মীয় এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ৫০ লাখ টাকা ধার নিয়ে তা আত্মসাৎ করেন। পরে ওই পুলিশ কর্মকর্তা চেক জালিয়াতির মামলা করেন। মামলায় আদালত বিএনপি নেতা কাউছারকে ১ বছরের সাজা ও ৪৯ লাখ জরিমানা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওসি শামসুদ্দিন মো. ইলিয়াছ বলেন, চেক জালিয়াতির একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বুধবার রাতে আবু কাউছারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নিয়ন্ত্রণে দরকার কঠোর পদক্ষেপ
নৃশংস অপরাধ ঘটছে,উৎপীড়ন বৃদ্ধি পেয়েছে
জাতীয় ও আন্তর্জাতিক অর্জনের স্বীকৃতি পেলেন বাইউস্ট শিক্ষার্থীরা
তিতাসে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা
লালমাইয়েশিক্ষকের রাজকীয় বিদায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ নম্বর পেয়ে বোর্ড সেরা কুমিল্লার অনামিকা
দাউদকান্দিতে ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়: বাবার মৃত্যু
কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে 'জুলাই স্মৃতিস্তম্ভ'
ধর্ষণ মামলা বেড়েছে কুমিল্লায়, হত্যাকাণ্ড কমে জুনে দাঁড়িয়েছে ৬টিতে
বাখরাবাদ সিবিএ নেতা মালেক গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২