স্টাফ
রিপোর্টারঃজেলা কর আইনজীবী সমিতি, কুমিল্লার ব্যবস্থাপনায় ই-রিটার্ণ
সংক্রান্ত মতবিনিময় সভা শনিবার কর ভবনের আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত
হয়।
এতে বক্তব্য রাখেন কর আইনজীবী সমিতির আহ্বায়ক এডভোকেট মোঃ লুৎফুর
রহমান রাজন, সহ-সভাপতি আবুল মিয়া, এডভোকেট ইফতেখার হোসেন প্রমুখ। মতবিনিময়
সভায় নবীন ও সিনিয়র কর আইনজীবীরা অংশ নেন। এতে আয়কর প্রদানে ই- রিটার্ন জমা
দান ও আয়কর আইন নিয়ে বিশদ আলোচনা এবং হাতে-কলমে ই-রিটার্ণ জমাদান পদ্ধতি
প্র্যাকটিস করা হয়।
