আগামী
২৫ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক
রহমানের কুমিল্লা আগমন উপলক্ষে সোয়াগাজী মাঠ পরিদর্শন ও দোয়া মোনাজাতের
মাধ্যমে প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মাঠ পরিদর্শন ও
দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ
সদস্য ও কুমিল্লা জেলার বিভিন্ন নির্বাচনী আসনের সমন্বয়ক হাজী আমিন উর রশিদ
ইয়াছিন।
আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল
বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক
ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর
রহমান রাজিব সহ কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ
মাঠ পরিদর্শন শেষে আগামী ২৫ জানুয়ারি জনসভা ও কর্মসূচি সফল করার লক্ষ্যে
সার্বিক প্রস্তুতি ও দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দেশ, জাতি ও দলের
কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতারা আশা
প্রকাশ করেন, তারেক রহমানের আগমন কুমিল্লাসহ দেশের রাজনীতিতে নতুন উদ্দীপনা
সৃষ্টি করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে।
