নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি ৩৫ লাখ
টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বাজি জব্দ করেছে বাংলাদেশ বর্ডার
গার্ড বিজিবি। রবিবার (১৮ জানুয়ারি) ভারত সীমান্তের মুড়াপাড়া ও পাহাড়পুর
বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
কুমিল্লা
১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মীর আলী এজাজ জানান,
সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির টহলদল সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায়
মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে সীমান্তের ২৫০ গজ বাংলাদেশের
অভ্যন্তরে মুড়াপাড়া এবং ১০০ গজ অভ্যন্তরে পাহাড়পুর এলাকায় মালিকবিহীন
অবস্থায় একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বাজি জব্দ
করে।
জব্দকৃত মালামালের মুল্য প্রায় এক কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকা।
বিজিবি
জানিয়েছে, আইন অনুযায়ী জব্দকৃত এই সমস্ত মালামাল কাস্টমস অফিসে হস্তান্তর
করা হবে, যাতে চোরাচালানকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।
