সোমবার ২০ জানুয়ারি ২০২৫
৭ মাঘ ১৪৩১
লাকসামে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
সৈয়দ মুজিবুর রহমান দুলাল
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১:২০ এএম |


 লাকসামে ট্রাক চাপায় দুই  মোটরসাইকেল আরোহী  নিহত, আহত ১


কুমিল্লার লাকসামে বালুভর্তি একটি ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের মো. শফিকুর রহমানের ছেলে মো. তাবারক উল্লাহ মালু (৩৫) এবং ৯ নম্বর ওয়ার্ডের উত্তরকুল গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. মাসুদ (২৮)। আহত অপরজন হলেন, মো. মাসুকুর রহমান বাবু (২৭)। তাঁকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মধ্য রাতের দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসাম পৌর এলাকার ভৈষকোপালিয়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক লাকসাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। লাকসাম রেলওয়ে জংশনের অদূরে পৌর এলাকার ভৈষকোপালিয়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. তাবারক উল্লাহ মালু এবং মো. মাসুদ (২৮) মারা যান। অপর 
আরোহী মো. মাসুকুর রহমান বাবু গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত মাসুকুর রহমান বাবুকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করেন।
সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেন। পরে আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে প্রচণ্ড কুয়াশা ছিল। ধারণা করা হচ্ছে, কুয়াশার মধ্যে মোটরসাইকেল ও ট্রাক দুটি যানবাহনই দ্রুতগতিতে ছিল। ফলে এই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাকটিকে আটক করে রাখা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। 
ওসি আরো জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিও জব্দ এবং আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।























সর্বশেষ সংবাদ
সামনের নির্বাচন এত সহজ নয়, ‘বড়াই করলে’ পস্তাতে হবে
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
কুমিল্লা নগরীতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর উচ্ছেদ অভিযান
কলেজ থেকে মোটরসাইকেলে ফেরার পথে দুর্ঘটনায় এক বন্ধুর মৃত্যু, অপরজন হাসপাতালে
কুমিল্লায় দুই হোটেল ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে সেনাবাহিনীর অভিযান
‘কুমিল্লার মডেলে আগামীর বাংলাদেশ গঠন হবে’
ওয়ারেন্টভুক্ত ফেরারী আসামিরা নির্বাচন করতে পারবে না
নাঙ্গলকোটে তিন মহিলা চোর আটক
ইউপি চেয়ারম্যান জাকির কারাগারে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২