সোমবার ৯ ডিসেম্বর ২০২৪
২৫ অগ্রহায়ণ ১৪৩১
মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ৬:৩৮ পিএম |

মনোহরগঞ্জের লক্ষণপুর  ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মানব রচিত কোন আইন বা সংবিধানের মাধ্যমে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠা করতে হলে, আমাদেরকে কুরআনের দেওয়া সংবিধানকে অনুসরণ ও অনুকরণ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে মহাগ্রন্থ আল কোরআনকে দেশের সংবিধান করার মিশনে কাজ করে যাচ্ছেন। 
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর  ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। 
তিনি বলেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ। স্বাধীনতা অর্জনের ৫৩ বছরে ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ ও সেনাবাহিনী সমর্থিত সরকার রাষ্ট্র ক্ষমতায় বারবার আসলেও ইসলামি কোন দল এখনও রাষ্ট্র পরিচালনায় (ক্ষমতায়) আসতে পারে নাই। এটা আমাদের জন্য জাতি হিসাবে দুঃখ জনক। 
ড. সরওয়ার সিদ্দিকী বলেন, বিএনপির সাথে আমাদের দীর্ঘ দিনের রাজনৈতিক পথচলা, কিন্তু আদর্শিক বিরোধ রয়েছে। কেননা আমরা বিশ্বাস করি আল্লাহ সকল ক্ষমতার উৎস, আর জাতীয়তাবাদে বিশ্বাসী বিএনপি ও আওয়ামী লীগ মনে করে জনগণ সকল ক্ষমতার উৎস। তাই আমাদের চিন্তা চেতনার সাথে তাদের চিন্তা ও চেতনার ব্যবধান প্রকাশ্য।
তিনি বলেন, বর্তমানে মূল্যবোধ সম্পন্ন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আপনারা সৎ, তাকওয়াবান হোন তাহলে আল্লাহই আপনাদের হাতে দেশের শাসনভার তুলে দেবেন।
মনোহরগঞ্জের লক্ষণপুর  ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। লক্ষণপুর ইউনিয়নবাসীকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন- যখন ভোট দেওয়ার অধিকার ছিলো, তখন আমাদের মনোনীত প্রার্থীকে আপনারা ভোট দিয়ে দুইবার চেয়ারম্যান পদে বিজয়ী করেছিলেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের প্রতিটি কেন্দ্রে জামায়াতের প্রার্থীর জয় নিশ্চিত করতে প্রত্যেক গ্রামে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেকটি ব্যক্তির কাছে জামায়াতের দাওয়াত পৌঁছে দিন। আল্লাহ আমাদের সুনিশ্চিত বিজয় দেবেন, ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর জামায়াত নেতা এটিএম সিরাজুল হক, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মোহাম্মদ নুরুন্নবী।
লক্ষণপুর ইউনিয়ন জামায়াতের আমির ও নব নির্বাচিত উপজেলা সেক্রেটারী ফয়েজুর রহমানের সভাপতিত্বে এবং নজরুল ইসলাম ফিরোজ, শাহাদাত হোসেন, মাস্টার জাহান ও রবিউল হাসানের যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন, সুইডেন প্রবাসী স্কুল বিষয়ক সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, সাবেক কার্যকরী পরিশোধ সদস্য মহিউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সাইফুল বারী তুহিন, হাফেজ আব্দুল্লাহ আল নোমান, মৈশাতুয়া ইউনিয়ন জামায়তের আমির মহিউদ্দিন, শুরা সদস্য মাস্টার হুমায়ুন কবির সেলিম, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ সাহাদাত হোসেন, সরসপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মকছুদুর আলম, নাথেরপেটুয়া ইউনিয়ন সভাপতি আবদুল গোফরান ভুঁইয়া,আবুল খায়ের, ইসলামী ছাত্রশিবির মনোহরগঞ্জ পূর্ব শাখার সভাপতি মোঃ রবিউল হোসেন, সাবেক ছাত্রনেতা এডভোকেট মামুনুর রশিদ, নুরুল আমিন ডিগ্রী  কলেজের সহকারী অধ্যাপক গোলাম মর্তুজা, বিপুলাসার ইউনিয়ন জামায়তের সভাপতি জাকারিয়া ভূঁইয়া, উত্তর হাওলা ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা মনিরুজ্জামান ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা হাসান মাহমুদ, ইব্রাহীম খলিল সুমন, হেলাল উদ্দিন, ওমর ফারুক ইমরান, মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, ছাত্রনেতা মাহবুবুল আলম, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।












সর্বশেষ সংবাদ
পেনশন পেতে হয়রানি
সময় গেলে সাধন হবে না
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস পালিত
চান্দিনায় পরীক্ষা হলে হঠাৎ অসুস্থ ১৫ ছাত্রী; ক্ষোভে শিক্ষক পেটালেন অভিভাবকরা
নির্জন বিলে পড়েছিলো দুই যুবকের মরদেহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিভাগ না দিয়ে কুমিল্লাবাসীর প্রতি জুলুম করা হয়েছে
নিবেদিতা স্কুল: আলোর নিচে অন্ধকার
লালমাইয়ে দাফনের ৪ মাস পর থেকে লাশ উত্তোলন
বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমানের সঙ্গে ৯ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের প্রতিনিধি সম্মেলন
চান্দিনায় মোটরসাইকেল চুরিকালে চোর আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২