কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামের নির্দেশে বিএনপি ও অঙ্গসংগঠনকে সুসংগঠিত করার লক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে শুক্রবার বিকেলে স্থানীয় রেলওয়ে চত্বরে আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবদলের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এমজিএম মুজিব, বিএনপি নেতা শাহাদাৎ হোসেন বাবুল, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল বাতেন, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামরু, জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন ও বিপুলাসার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন সরসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর, নাথেরপেটুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির আহমদ মেম্বার, দক্ষিণ ঝলম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল খায়ের, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সামছুল আলম মানিক, মিজানুর রহমান, বাহরুল আলম বাবর, আনোয়ার হোসেন, নুর মোহাম্মদ, মোবারক হোসেন, কামরুল হাসান, সাবেক ছাত্র নেতা মোরশেদুল আলম অর্নব, আনোয়ার হোসেন রুবেল, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মামুন হোসেন, সদস্য নুরুন্নবী, স্বেচ্ছাসেবকদল নেতা নাজিম উদ্দিন, জাহিদ হাসান সুজন, ছাত্রদল নেতা জোবায়ের হোসেন ভূঁইয়াসহ উপজেলা ও বিএনপি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপি একটি সুসংগঠিত দল। এ দলের নেতাকর্মীরা ত্যাগী হয়। স্বার্থবাদী ও অনুপ্রবেশকারীদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোন অনুপ্রবেশকারী যেন দলে আসতে না পারে, সেদিকে সকলে খেয়াল রাখতে হবে। গায়ের জোরে নেতা হওয়া যায় না, মানুষের মন জুগিয়ে নেতা হতে হয়। আমাদের দলে কোন গ্রুপিং নাই। যখন যে-ই সাংগঠনিক দায়িত্বে ছিলেন আমরা তার নেতৃত্বে কাজ করেছি এবং ২০১৭ সাল থেকে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম লাকসাম-মনোহরগঞ্জের সাংগঠনিক দায়িত্বে আছেন, আমরা তার নেতৃত্বেই দলের কাজ করে যাচ্ছি। এ ছাড়াও তারা বলেন, বিগত দিনে আবুল কালাম আমাদের নেতাকর্মীদের খোঁজ-খবর রেখেছে, দূঃসময়ে দলের পাশে দাঁড়িয়েছেন। আমরা আশা করি আগামী নির্বাচনে দল তাঁর এ অবদানকে মূল্যায়ন করে লাকসাম-মনোহরগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তাকে মনোনীত করবে।