কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ
মোঃ হুমায়ুন কবির মানিকঃ
|
কেন্দ্রিয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামের নেতৃত্বে কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার সরসপুর ও লক্ষণপুর ইউনিয়নে নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকাযোগে কয়েক হাজার বানভাসী মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে ত্রাণ হিসেবে চাল, ডাল, স্যালাইন, পানি ও শুকনো খাবার বিতরণ করেন আবুল কালাম। জেলার অন্যান্য উপজেলায় বন্যার পানি কমলেও অবহেলিত মনোহরগঞ্জে ও দক্ষিণ লাকসামে এখনো পানিবন্দি প্রায় লক্ষাধিক মানুষ। ত্রাণ বিতরণকালে কেন্দ্রিয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, অসহায় মানুষের পাশে দাড়াতে হবে। কারো বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও দখলবাজি করা যাবেনা। তিনি' সমাজের সর্বস্তরের মানুষকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকন, সদস্য সচিব অধ্যাপক সারওয়ার চাহান দোলন, যুগ্ন আহবায়ক আলী মর্তুজা ভূইয়া, মঞ্জুরুল আলম মজনু, মোহাম্মদ আলী চেয়ারম্যান ও শওকত হোসেন শিহাব, আবদুল মোনাফ, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ জোসেন মশুসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসবেক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
|