আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেছেন, একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে এবি পার্টি অঙ্গীকারবদ্ধ। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই এই দলের রাজনীতির মূল লক্ষ্য। শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ও মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে অগ্রাধিকার দেবেন। একই সঙ্গে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন তিনি। তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংসদে সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালন করবে এবি পার্টি। উন্নয়নের নামে অনিয়ম ও বৈষম্যের রাজনীতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বিকল্প রাজনৈতিক ধারার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।গণসংযোগ ও পথসভা শেষে ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া উপস্থিত সাধারণ জনগণের কাছে তার ঈগল প্রতীকে ভোট ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, জনগণের সমর্থন পেলে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবো। দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন।
