কুমিল্লার
মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে ‘হাজী আব্দুস সালাম শিশু একাডেমি’র
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার অধ্যাপক আবদুল মজিদ কলেজ
মাঠে দিনভর চলে এই আনন্দযজ্ঞ। সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজনে
মোট ২৫টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজয়ীদের মেধা ও নৈপুণ্যের
ভিত্তিতে প্রায় ৮০ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের
অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ একক ও দলীয় নৃত্য।
অনুষ্ঠানের
উদ্বোধন করেন, কবি কাজী আবু তাহের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা
প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সমাজসেবক দুলাল সাহা, ব্যবসায়ী আব্দুল
হক, সাবেক মেম্বার জসিম উদ্দিন, হাজী আবু তাহের, হাজী আইয়ুব খান, হাজী
নুরুল ইসলাম, স্বজল খন্দকার প্রমুখ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে
সঞ্চালনা করেন, রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র
শিক্ষক মোহাম্মদ সফিকুল ইসলাম মাস্টার।
২০০৭ সালে সংবাদকর্মী হাফেজ মোঃ
নজরুল ইসলাম প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এই বিদ্যাপীঠটি শুরু থেকেই
এলাকায় শিক্ষা ও সংস্কৃতি বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষা, সংস্কৃতি ও
স্থানীয় ঐতিহ্য লালন করে সফলতার সাথে ১৯ বছরে পদার্পণ করেছে এই বিদ্যাপীঠ।
আগামী দিনে প্রতিষ্ঠানটি শিক্ষার আলো বিস্তারে আরও সুদূরপ্রসারী ভূমিকা
রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। প্রতিষ্ঠানটি এখন অত্র অঞ্চলের
অন্যতম নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগামী দিনে এটি আরও
বহুদূর এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা স্থানীয় অভিভাবক ও বিশিষ্টজনদের।
