রোববার ১ ফেব্রুয়ারি ২০২৬
১৯ মাঘ ১৪৩২
কুমিল্লার ঠাকুরপাড়ায় হামলা ও গৃহবন্দির অভিযোগ, থানায় মামলা
বশিরুল ইসলাম
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ এএম |


কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও গৃহবন্দি করে রাখার অভিযোগে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে এ ঘটনায় ভুক্তভোগী রোকসানা আক্তার (৪৫) থানায় লিখিত অভিযোগ দেন।
মামলার বাদী রোকসানা আক্তার উত্তর ঠাকুরপাড়ার ২য় কান্দিরপাড় এলাকার বাসিন্দা এবং একজন নারী উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি ও সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন তার পরিবারকে নানাভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মোস্তাফিজুর রহমানসহ অভিযোগে নাম উল্লেখিত ১০ জন ও অজ্ঞাতনামা আরও প্রায় শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার স্বামীর বসতবাড়ির চারপাশে অবস্থান নেয়। একপর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভেঙে ফেলে এবং ঘরের দরজায় তালা লাগিয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের গৃহবন্দি করে রাখে।
রোকসানা আক্তার অভিযোগে আরও বলেন, হামলাকারীরা এর আগেও রাতের আঁধারে তার ঘরের বিদ্যুতের মিটার চুরি, গাছপালা কেটে ফেলা এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। একই সঙ্গে তাকে ও তার পরিবারকে জোরপূর্বক উচ্ছেদের ষড়যন্ত্র চলছে।পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা খুলে তাকে ও তার পরিবারকে উদ্ধার করে।মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্তরা ভবিষ্যতেও একই ধরনের হামলা, গৃহবন্দি ও জান-মালের ক্ষতি করার হুমকি দিয়ে গেছে। এতে বাদী ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কুমিল্লা কোতয়ালি থানার পুলিশের সহকারী উপ পরিদর্শক জামাল উদ্দিনজানান, থানায় উভয় পক্ষের অভিযোগ আছে। রোকসানা আক্তারের অভিযোগের তদন্তের ভার আমাকে দেওয়া হয়েছে। আমি বাদীপক্ষকে তথ্য প্রমান নিয়ে  থানায় আসতে বলেছি। উভয় পক্ষের সাথে  কথা বলে এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখে বিস্তারিত জানা যাবে।  

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
‘আমরা দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না’: ড. শফিকুর রহমান
একটি দল মুখে ‘হ্যাঁ’ বললেও তলে তলে ‘না’ এর কথা বলে জনসভায় মামুনুল হক
চৌদ্দগ্রামে সমাবেশ থেকে ফেরার পথে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ১০
হাসনাতের নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিল স্কুলের বন্ধুরা
একটি গোষ্ঠী জান্নাতের টিকেট বিক্রির নামে মানুষকে ধোকা দিচ্ছে -হাজী ইয়াছিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
১১ দলীয় জোটের গণজোয়ার দেখে অনেকে দিশেহারা
ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
গোমতির উত্তরেও কুমিল্লা শহর সম্প্রসারণ হবে
ক্ষমতায় গেলে কুমিল্লার নামেই বিভাগ করবো
চৌদ্দগ্রামে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২