শনিবার
৩১ জানুয়ারি কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে অবস্থিত কালি নারায়ণ বালিকা
উচ্চ বিদ্যালয়ে এবং পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক
প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুড়িচং
কালি নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয় ঃ কুমিল্লার বুড়িচং কালি নারায়ণ বালিকা
উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার
বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল হাসান রিপন।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মোঃ তানভীর
হোসেন এবং পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ জসিম উদ্দিন।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির আহামেদ।
বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন এরশাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার
হোসেন খান, সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান নাসিম, বিদ্যালয়ের সাবেক
(অবসর) প্রধান শিক্ষক অমল কৃষ্ণ পাল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার উম্মে সালমা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবা আব্দুল হালিম খান।
আরও
উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক যথাক্রমে গোবিন্দ পাল সূত্র ধর, মিজানুর
রহমান, জাঁকিয়া সুলতানা, মোসাঃ নাসিমা আক্তার, মোঃ জসিম উদ্দিন, নমিতা রানী
সরকার, পাপিয়া পাল, মোঃ শেফায়েত উল্লাহ, মাহমুদুল হাসান, মোসাঃ আয়শা
আক্তার, শারমিন আক্তার, জলিলুর রহমান, রাশেদা আক্তার, তাপস চন্দ্র পাল,
রুমা আক্তার, অফিস প্রধান আব্দুল মান্নান প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রধান
অতিথি উপসচিব সাইফুল হাসান রিপন, প্রধান মেহমান উপজেলা শিক্ষা কর্মকর্তা
কবির আহামেদ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
পীরযাত্রাপুর
উচ্চ বিদ্যালয় ঃ শনিবার ৩১ জানুয়ারি বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন
পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক
প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
প্রধান মেহমান হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহামেদ।
সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়া এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ রেজাউল করিম খান।
অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,
হাজী মোঃ নুরুল ইসলাম সর্দার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ মাহাবুবুর
রহমান মাসুম, প্রবাসী আব্দুল আলিম, যুবদলের নেতা মিজানুর রহমান, ওয়ার্ড
বিএনপির সেক্রেটারি আবুল কালাম, আবুল খায়ের।
আরও উপস্থিত ছিলেন সহকারী
শিক্ষক যথাক্রমে শাহ আলম বিএসসি, রুমা আক্তার বিএসসি, হুমায়ুন কবির, রমিজ
উদ্দিন, বিপ্লব বিশ্বাস, রুহুল আমিন, খন্দকার হলিমা, রতনা বেগম, শারমিন
আক্তার, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম, আরিয়ান রাজিব, আল আমিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
