বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬
১৬ মাঘ ১৪৩২
লাকসামে ধানের শীষের প্রচারণাকালে যুবকের মৃত্যু
সৈয়দ মুজিবুর রহমান দুলাল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১:০৯ এএম আপডেট: ২৯.০১.২০২৬ ১:৪৮ এএম |




  লাকসামে ধানের  শীষের প্রচারণাকালে  যুবকের মৃত্যু কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রচারণার মাইকিং করার সময় মো. আবু ইউছুফ (৪৩) প্রকাশ ইউছুফ ভান্ডারীর নামে এক যুবকের আকস্মিক মৃত্যু ঘটেছে। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ বাজারে। নিহত আবু ইউছুফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রামের প্রয়াত বিএনপি নেতা মো. আবুল বাসার ভাসানীর ছেলে। এছাড়াও তিনি বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালামের একজন সমর্থক।
একাধিক সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবু ইউছুফ কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবুল কালাম'র ধানের শীষ প্রতীকের প্রচাণায় নিয়মিত মাইকিং করে আসছেন। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন (বুধবার) আবু ইউছুফ প্রতিদিনের মতো দুপুরে একটি অটোরিকশায় নির্বাচনী প্রচারণার কাজে মাইকিং করতে বের হয়। বিকেল পৌনে ৪ টার দিকে লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ বাজারে মাইকিং করা সময় হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। একপর্যায়ে তিনি হারিয়ে অটোরিকশাতেই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় অটোরিকশা চালকসহ স্থানীয় লোকজন তাকে অজ্ঞান অবস্থায় দ্রুত লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে প্রচারণার কাজে মাইকিং করার সময় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
ওইদিন রাত ১০টায় ফতেপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠান শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আবু ইউছুফের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৩৪৩ চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে কুমিল্লার পুলিশ
কুমিল্লায় দুই দিনে চার সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত আমির
উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী
আদালতে সাক্ষ্য প্রভাবিতের দায়ে ৭ দিনের কারাদণ্ড
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৩০ জানুয়ারির জনসভায় ঘোষণা হবে কুমিল্লার ভবিষ্যৎ রোডম্যাপ
যে সরকারই আসুক, কুমিল্লা বিভাগ বাস্তবায়নসময়ের ব্যপার
কুমিল্লায় সচেতন নাগরিকদের বিক্ষোভ-আল্টিমেটাম
চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার বিষয়
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২