কুমিল্লা-৯
(লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রচারণার মাইকিং করার সময়
মো. আবু ইউছুফ (৪৩) প্রকাশ ইউছুফ ভান্ডারীর নামে এক যুবকের আকস্মিক মৃত্যু
ঘটেছে। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি
ঘটেছে লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ বাজারে। নিহত আবু ইউছুফ পৌরসভার ৭ নম্বর
ওয়ার্ডের ফতেপুর গ্রামের প্রয়াত বিএনপি নেতা মো. আবুল বাসার ভাসানীর ছেলে।
এছাড়াও তিনি বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালামের একজন সমর্থক।
একাধিক
সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচনে আবু ইউছুফ কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত
প্রার্থী মো. আবুল কালাম'র ধানের শীষ প্রতীকের প্রচাণায় নিয়মিত মাইকিং করে
আসছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন (বুধবার) আবু ইউছুফ
প্রতিদিনের মতো দুপুরে একটি অটোরিকশায় নির্বাচনী প্রচারণার কাজে মাইকিং
করতে বের হয়। বিকেল পৌনে ৪ টার দিকে লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ বাজারে
মাইকিং করা সময় হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। একপর্যায়ে তিনি
হারিয়ে অটোরিকশাতেই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় অটোরিকশা চালকসহ স্থানীয় লোকজন
তাকে অজ্ঞান অবস্থায় দ্রুত লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে প্রচারণার কাজে মাইকিং করার সময়
আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
ওইদিন রাত ১০টায়
ফতেপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠান শেষে মরদেহ পারিবারিক
কবরস্থানে দাফন করা হয়। আবু ইউছুফের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায়
শোকের ছায়া নেমে এসেছে।
