
নিরাপত্তা
শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে আপত্তি জানায়
বাংলাদেশ। বিসিবি ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করলেও তা রাখেনি
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত বাংলাদেশের বিকল্প
হিসেবে স্কটল্যান্ডকে খেলানোর সিদ্ধান্ত নেয় আইসিসি।
বাংলাদেশের সঙ্গে
আইসিসির এমন আচরণ ক্রিকেট পাড়ায় বিতর্কের জন্ম দিয়েছে। এর আগে ভারত কোন
কারণ ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি। তখন তাদের জন্য
বিকল্প ভেন্যুর ব্যবস্থা করেছিল আইসিসি। সেই টুর্নামেন্ট হয়েছিল হাইব্রিড
মডেলে।
দ্যা ওয়ারের আলোচনায় ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগরা বলেছেন,
'যদি ভারত বলত পাকিস্তান, শ্রীলঙ্কা বা বাংলাদেশে খেলতে চাই না, আইসিসি
১০০% উদ্যোগ নিত অন্য ভেন্যুতে খেলার। হাইপোথেটিক্যাল প্রশ্নে আমি এই
হাইপোথেটিক্যাল উত্তরই দিতে পারি (হাসি)।'
আইসিসিতে ভারতীয় ক্রিকেট
বোর্ডের প্রভাব আছে দাবি করে শারদা বলেন, 'যখন বাংলাদেশি ক্রিকেটারকে বাদ
দিলেন, পরে বিষয়টা সামাল দিতে পারলেন না। পুরো বিষয়ে ভারতীয় বোর্ডের প্রভাব
আইসিসিতে ভারতের প্রভাব এবং বাকি বোর্ডগুলোয় তাদের প্রভাবের ফলেই সবকিছু
হয়ে এই জায়গায় এসেছে এবং আইসিসিকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এখানে
খুবই পরিষ্কারভাবে পার্থক্য গড়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ ভারতে আসতে চায়নি
(আইসিসি তাদের বাদ দিয়ে দিয়েছে)।'
'অন্য যেকোনো খেলায় বিষয়টি নিরপেক্ষভাবে দেখা হত। তারা চাইত সবাইকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে।
এই
জায়গায় তারা কেবল একটি দলকে বাদ দিয়ে দিল। এমন একটি দেশ যাদের প্রায় ২০
কোটির মত মানুষ রয়েছে এবং অনেক দর্শক রয়েছে।'-যোগ করেন তিনি।