শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
৮ জেলায় আচরণবিধি ভঙ্গের অভিযোগ জামায়াতের
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:৫৪ এএম আপডেট: ২৪.০১.২০২৬ ১:২৯ এএম |



 ৮ জেলায় আচরণবিধি  ভঙ্গের অভিযোগ  জামায়াতেরনিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারে আট জেলায় বিএনপির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 
সংবাদ সম্মেলনে তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ধারাবাহিকভাবে তুলে ধরেন।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, নরসিংদী-৪ (মনোহরদী) আসনের সহকারী রিটার্নিং অফিসার মোহায়মেন আল জিহানের বিরুদ্ধে বিএনপি প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ করা হয়েছে।
তিনি আরও জানান, গাজীপুর-৫ আসনে বিএনপির নেতা-কর্মীরা জামায়াতসহ ১০ দলের নেতা-কর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং নির্বাচনি কর্মীদের জোর করে বিএনপির প্রচার মিছিলে অংশ নিতে বাধ্য করছে। এছাড়া গাজীপুর-৫ আসনে পিভিসি বিলবোর্ড ও ব্যানার বড় আকারে ব্যবহার করা হচ্ছে, যা আচরণবিধি লঙ্ঘন।
হবিগঞ্জ-৩ আসনে দলীয় প্রধান ছাড়া অন্যান্য প্রয়াত রাজনৈতিক নেতাদের ছবি ব্যবহার করা হচ্ছে, যা আচরণবিধির পরিপন্থী বলেও অভিযোগ করেন তিনি।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, ঝিনাইদহ-৪ আসনে জামায়াতের ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয়েছে। ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নে জামায়াতের নারী কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। লক্ষ্মীপুর-৩ (ভবানীগঞ্জ) আসনে ড. রেজাউল করিমের নির্বাচনী প্রচারসামগ্রী বিতরণ ও ফেস্টুন লাগানোর সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বাধা দেন এবং জামায়াতের কর্মীদের আহত করেন। কুমিল্লা-৯ আসনের মৈশাতুয়া ইউনিয়নের শমসেরপুর গ্রামে গণসংযোগ চলাকালে জামায়াতকর্মী খলিলুর রহমান লিটন আহত হন।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির নেতা-কর্মীরা জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে, হামলা করছে এবং যানবাহন ভাঙচুর করছে। তারা উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। নারী কর্মীদের মোবাইল ফোনে ভিডিও ধারণ করছে এবং ‘চোর ধরা পড়েছে’ বলে মব তৈরি করছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২