
অনূর্ধ্ব-১৯
বিশ্বকাপে স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে আর টিকে থাকা হলো না বাংলাদেশের।
সুপার সিক্স পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে
বড় ব্যবধানে হারের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশনের সমাপ্তি ঘটেছে টাইগার
যুবাদের।
সোমবার (২৬ জানুয়ারি) বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে
ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই ব্যাট হাতে ছন্দ খুঁজে
পেতে ব্যর্থ হয় দলটি। ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান ওপেনার জাওয়াদ আরবার।
দ্রুত একটি উইকেট হারানোর পর রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম
কিছুটা সময় নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন।
কিন্তু এই জুটি ভাঙার পর থেকেই
চাপ বাড়তে থাকে। একের পর এক ব্যাটার সাজঘরে ফিরলে বড় কোনো জুটি গড়ে ওঠেনি।
নির্ধারিত ওভারের আগেই ১৩৬ রানের নিচে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
রানের
খাতায় সবচেয়ে বেশি অবদান রাখেন রিফাত বেগ। তার ব্যাট থেকে আসে ৩১ রান।
উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহ করেন ২৫ রান, অধিনায়ক আজিজুল হাকিম
যোগ করেন ২০। এছাড়া শাহরিয়ার আহমেদ ১৮ ও কালাম সিদ্দিকী করেন ১০ রান। বাকি
ব্যাটাররা উল্লেখযোগ্য অবদান রাখতে না পারায় সংগ্রহ বড় হতে পারেনি।
ইংল্যান্ডের
বোলিং আক্রমণ ছিল ধারাবাহিক ও নিয়ন্ত্রিত। সেবাস্টিয়ান মরগান তিনটি উইকেট
নিয়ে বাংলাদেশকে বড় স্কোর গড়তে বাধা দেন। রালফি অ্যালবার্ট ও ম্যানি
লুমসডেন দুটি করে উইকেট শিকার করেন। অন্য বোলাররাও নিয়মিত ব্রেকথ্রু এনে
দেন।
সহজ লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড শুরুতেই একটি উইকেট হারালেও তাতে কোনো
চাপ তৈরি হয়নি। জোসেফ মুরস দ্রুত ফিরে গেলেও বেন ডাওকিনস ও বেন মেয়ার্স
ইনিংস সামাল দেন। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেন থমাস
রে। সাবলীল ব্যাটিংয়ে তিনি তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।
শেষদিকে কালেব
ফালকোনারের সঙ্গে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন থমাস রে।
ইংল্যান্ড জয় নিশ্চিত করে ফেলে ৭ উইকেট হাতে রেখেই। হাতে থাকে বিপুল সংখ্যক
বল।
এই পরাজয়ের ফলে সুপার সিক্স থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে।
সেমিফাইনালে ওঠার সব সম্ভাবনা শেষ হয়ে গেল এই ম্যাচের মধ্য দিয়েই।
ধারাবাহিকতায় ঘাটতি, ব্যাটিং ব্যর্থতা আর চাপের মুখে ভুল সিদ্ধান্ত; সব
মিলিয়ে বুলাওয়ের এই ম্যাচেই থেমে গেল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
যাত্রা।
