
চলতি
বছরের সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস।
বাংলাদেশ হকি দলকে এশিয়ান গেমসে খেলতে হলে টপকাতে হবে বাছাই পর্ব। ২৫ মার্চ
ওমানের মাসকটে এই বাছাই টুর্নামেন্টের জন্য হকি ফেডারেশন ৩৭ জন খেলোয়াড়ের
প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। ৫ ফেব্রুয়ারি ডাক পাওয়া খেলোয়াড়দের হবে
ফিটনেস টেস্ট।জাতীয় হকি দলে এবার হেড কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয়
খেলোয়াড় ও কোচ মোঃ আশিকুজ্জামান। হকি ফেডারেশন হেড কোচ সংক্রান্ত
আনুষ্ঠানিক চিঠি ইস্যু করেছে। এরপরও আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে ফেডারেশন
কিংবা কোচ কোনো পক্ষই প্রকাশ করেনি।
আশিক বেশ কয়েক বছর যাবৎ জাতীয় হকি
দলের সহকারী কোচ, ফিটনেস কোচ হিসেবে কাজ করছেন। এবারই প্রথম হেড কোচের
পূর্ণাঙ্গ দায়িত্ব পেয়েছেন। এশিয়ান গেমস কোয়ালিফাইং টুর্নামেন্টে বাংলাদেশ
বরাবরই ভালো ফলাফল করে। হকিতে পিছিয়ে থাকা দলগুলোই মূলত এখানে বেশি।
স্বাগতিক ওমানই বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ।
বাংলাদেশ অ-২১ দল সম্প্রতি
যুব বিশ্বকাপ হকি খেলেছেন। ডাচ কোচ আইকম্যানের সঙ্গে আশিক সহকারী ছিলেন।
যুব বিশ্বকাপ খেলার আগে বাংলাদেশ অ-২১ দলকে দু’টি টুর্নামেন্টে খেলতে
হয়েছে। এএইচএফ কাপ অ-২১ টুর্নামেন্টে সিঙ্গাপুরে হেড কোচ ছিলেন আশিক।
সেখানে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ যুব এশিয়া কাপ হকিতে খেলে। সেই
টুর্নামেন্টে পঞ্চম হওয়ায় প্রথম বারের মতো যুব বিশ্বকাপ হকিতে খেলার সুযোগ
পায়।
এশিয়া কাপে পুষ্কর ক্ষিসা মিমোকে দল থেকে বাদ দেয়া হয়েছিল। তাকে
আবার এশিয়ান গেমসের কোয়ালিফাইং টুর্নামেন্টের জন্য ডাকা হয়েছে। গোলরক্ষক
আবু সাঈদ নিপ্পন গত এক বছরের বেশি সময় হকি থেকে দূরে থাকলেও তার নামও রয়েছে
প্রাথমিক তালিকায়। ৩৭ জনের মধ্যে এবারও হকির অন্যতম সুপারস্টার রাসেল
মাহমুদ জিমিকে ডাকা হয়নি। এএইচএফ কাপে জিমিকে বাদ দিয়ে দল গড়ায় জাতীয়
ক্রীড়া পরিষদ একটি বিশেষ কমিটি করেছিল। এরপরও জাতীয় দলে জিমির ডাক পড়েনি।
