
শততম
গ্র্যান্ড স্লাম ম্যাচ জিততে কোনো শক্তি খরচ করতে হয়নি কার্লোস আলকারাজকে।
আজ (শুক্রবার) অস্ট্রেলিয়ান ওপেনে ফ্রান্সের কোরেন্তিন মওতেতকে সরাসরি
সেটে হারিয়ে শেষ ষোলোতে বর্তমান শীর্ষ বাছাই।
২২ বছর বয়সী ছয়বারের গ্র্যান্ড স্লাম জয়ী রড লেভার এরেনায় অন্যরূপে ছিলেন। ২ ঘণ্টা ৫ মিনিটে তিনি ম্যাচ জিতেছেন ৬-২, ৬-৪ ও ৬-১ গেমে।
কোয়ার্টার
ফাইনালে ওঠার লড়াইয়ে আমেরিকান ১৯তম বাছাই টমি পলের মুখোমুখি হবেন আলকারাজ।
মেলবোর্ন পার্কে গত চারবারে একবারও শেষ আট পার করতে পারেননি তিনি। তার
সংগ্রহশালায় কেবল অস্ট্রেলিয়ান ওপেন ট্রফিটাই নেই। সেই অপ্রাপ্তি ঘুচালে
সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্লামের সবগুলোর মালিক হবেন
