
বিগ
ব্যাশের চ্যালেঞ্জার ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে পেরে উঠল না রিশাদ
হোসেনের হোবার্ট হারিকেন্স। হোবার্টকে ৫৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে
দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করলো সিডনি। এদিকে হারের মাধ্যমে
বিগ ব্যাশের এবারের আসর এখানেই শেষ হলো রিশাদ হোসেনদের।
ম্যাচের শুরুতে
ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৯৮ রান করে সিডনি সিক্সার্স।
জবাবে ১৪১ রানেই গুটিয়ে যায় হোবার্টের ইনিংস।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে
অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হোবার্টের অধিনায়ক বেন
ম্যাকডারমোট। ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো হয়নি সিডনির। কিন্তু ওপেনার
স্টিভেন স্মিথের দুর্দান্ত ব্যাটিংয়ে রানরেটটা ছিল ইতিবাচক। এই অজি ব্যাটার
ছাড়া কেউই খুব বড় স্কোর করতে পারেননি। তবে দলীয় স্কোরে অবদান রেখেছেন
প্রায় সবাই। তাতেই বড় পুঁজি পায় সিডনি।
দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রানের
ইনিংসটি খেলেন স্টিভেন স্মিথ। জোয়েল ডেভিস করেন ২৭ রান। এছাড়া ড্যানিয়াল
হিউজ ১৩, জশ ফিলিপস ১৫, মোজেস হেনরিকস ১৯ ও জ্যাক এডওয়াডর্স ১৫ রান করেন।
হোবার্টের
হয়ে তিনটি উইকেট নেন রিলে মেরেডিথ। আর দুটি করে উইকেট পেয়েছেন রিশাদ হোসেন
ও বিলি স্টানলেক। রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে
হোবার্ট। উইকেটের ধারা থামাতে পারেনি দলটি। আর তাতেই ম্যাচ থেকে ছিটকে যায়
তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংসটি খেলেন দলনেতা ম্যাকডারমোট। বেউ
ওয়েস্টার করেছেন ২৪ রান। বাকি ব্যাটারদের কেউই বিশের ঘর স্পর্শ করতে
পারেননি।
