
বোলারদের
সম্মিলিত চেষ্টায় প্রতিপক্ষকে দুইশর আগে থামিয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
দল। রান তাড়ায় অধিনায়ক আজিজুল হাকিমের ফিফটি ও বাকিদের অবদানে
যুক্তরাষ্ট্রকে অনায়াসে হারিয়ে যুব বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিল
তারা।
হারারেতে শুক্রবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের
শেষ ম্যাচে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ১৯৯ রান তারা পেরিয়ে
গেছে ৫১ বল বাকি থাকতে।
লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সবাই
স্পর্শ করেন দুই অঙ্ক। তিনে নেমে দুটি করে ছক্কা-চারে সর্বোচ্চ ৬৪ রান করেন
আজিজুল। আগ্রাসী ব্যাটিংয়ে ৩ ছক্কা ও ৫টি চারে ৪২ বলে ৪৭ রান আসে ওপেনার
জাওয়াদ আবরারের ব্যাট থেকে।
তবে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ৪১ রানে ৩
উইকেট নেওয়া পেসার ইকবাল হোসেন। এছাড়া দুটি করে উইকেট নিয়ে দলের জয়ের ভিত
গড়ে দেওয়ায় সহায়তা করেন আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন।
টস
জিতে ফিল্ডিং নিয়ে শুরুতে যুক্তরাষ্ট্রকে চেপে ধরে বাংলাদেশ। ম্যাচের
দ্বিতীয় ও তৃতীয় ওভারে প্রতিপক্ষ শিবিরে ছোবল দেন ইকবাল হোসেন ও আল ফাহাদ।
৬
রানে ২ উইকেট হারানো যুক্তরাষ্ট্রকে টানেন সাহিল গার্গ ও উৎকার্ষ
শ্রিভাস্তাভা। তৃতীয় উইকেটে ৫১ রানে জুটি গড়েন তারা। দুটি করে ছক্কা-চারে
৬০ বলে ৩৫ রান করা সাহিলকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন শাহরিয়ার আহমেদ। শিভ
শানিও বাঁহাতি এই স্পিনারের শিকার।
কয়েক ওভার পর শ্রিভাস্তাভার স্টাম্প
ভেঙে দেন ইকবাল। এক ছক্কা ও ৩টি চারে ৩৯ রান করেন যুক্তরাষ্ট্র অধিনায়ক।
দ্রুত আরও দুই উইকেট হারিয়ে দলটির স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১২৮।
একপ্রান্তে
একা লড়াই চালিয়ে যান আদনিত ঝাম্ব। দারুণ ব্যাটিংয়ে ৫৮ বলে ফিফটি স্পর্শ
করেন তিনি। শেষ পর্যন্ত তাকে ফেরাতে পারেনি বাংলাদেশ। ১ ছক্কা ও ৩টি চারে
৬৮ রান আসে আদনিতের ব্যাট থেকে।
আদনিতের সঙ্গে ৪৩ রানের জুটি গড়া আদিত
কাপ্পাকে ফিরিয়ে যুব ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেটে নেওয়ার রেকর্ড গড়েন ফাহাদ।
এই মাইলফলক ছুঁতে তার লাগল ২৫ ম্যাচ। ২৬ ম্যাচে ৫০ উইকেট নিয়ে আগের
রেকর্ডটি ছিল ভারতের ভিজায়কুমার ইয়ো মাহেশের।
