
বাংলাদেশ
ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম)
তত্ত্বাবধানে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘সিসিডিএম টি-টোয়েন্টি
চ্যালেঞ্জ কাপ’। মূলত ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুমে
অংশগ্রহণ না করা আটটি ক্লাবের খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক খেলার সুযোগ করে
দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু
হচ্ছে আগামীকাল (শনিবার) থেকে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট
স্টেডিয়ামের একাডেমি মাঠে দুপুর দেড়টায় ট্রফি উন্মোচন করা হবে। এই
অনুষ্ঠানে দলগুলোর অধিনায়ক এবং বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত
থাকবেন।
আগামী ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টি-টোয়েন্টি
সংস্করণে সিঙ্গেল লিগ পদ্ধতিতে মোট ২৯টি ম্যাচ হবে। অংশগ্রহণকারী ৮টি দল
দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় ও
অগ্রণী। লিগ পর্বে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী শীর্ষ দুটি দল সরাসরি
ফাইনালে মুখোমুখি হবে। কোনো সেমিফাইনাল থাকছে না।
খেলোয়াড়দের আবাসন,
খাবার, পরিবহন ও ম্যাচ পরিচালনার যাবতীয় খরচ বিসিবি বহন করবে। খেলাগুলো
অনুষ্ঠিত হবে পিকেএসপি গ্রাউন্ড ১ ও ২ এবং পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট
গ্রাউন্ড ও ক্রিকেটার্স একাডেমি গ্রাউন্ড (৩০০ ফিট), বিকেএসপির তিন ও চার
নম্বর মাঠে।
২০২৪-২৫ মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে ও সংশ্লিষ্ট
ক্লাবগুলোর খেলোয়াড় তালিকা অনুযায়ী সিসিডিএম-এর নির্বাচক প্যানেল
খেলোয়াড়দের চারটি গ্রেডে (এ+, এ, বি ও সি) ভাগ করেছে। প্রতিটি দলে ১৫ জন
খেলোয়াড়, একজন স্ট্যান্ডবাই এবং কোচিং স্টাফসহ মোট ২০ জন সদস্য থাকবেন।
এই
আয়োজনের নেতৃত্বে রয়েছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ (চেয়ারম্যান,
আয়োজক কমিটি) এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন
(ভাইস-চেয়ারম্যান)। কমিটিতে সদস্য হিসেবে বিসিবির পরিচালক ফাইয়াজুর
রহমান, ইশতিয়াক সাদেক, আহসান ইকবাল চৌধুরী ও আমজাদ হোসেন দায়িত্ব পালন
করছেন।
