শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
চৌদ্দগ্রামে ডা.তাহের/
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ২৪.০১.২০২৬ ১:৩১ এএম |





ফ্যামিলি কার্ড  ভুয়া-বেআইনিশাহীন আলম। 
ফ্যামেলি কার্ড ভূয়া ও বেআইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ১০ দলীয় জোটের এমপি মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি ফ্যামেলি কার্ড হাতে উঁচু করে ধরে বলেন, এই কার্ড সম্পর্কে আমি নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম, নির্বাচন কমিশনার আমাকে বলেছেন, এটা বেআইনী, যারা এই কার্ড নিয়ে আসবে তাদেরকে আপনারা আটকাবেন এরপর ওসির কাছে দিবেন। আমি ওসি সাহেবকে বলব এগুলো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, আপনি এদেরকে এরেস্ট করবেন জেলে পাঠাবেন। এই কার্ড ভূয়া, ভূয়া, ভূয়া। এরা এখনই মানুষের সঙ্গে প্রতারণা করছে ইলেকশনে জিতলে কি করবে? প্রতারণা করবে কি করবে না? 
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন ধোরকরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 
বক্তব্য ডা.তাহের আরও বলেন, বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত হয়ে আছে, আগামী নির্বাচন নির্ধারণ করবে জুলাই আন্দোলনের যে চেতনা, নতুন বাংলাদেশের যে চেতনা, মাথা উঁচু করে  স্বাধীনভাবে বাঁচার যে চেতনা সেটি কি থাকবে নাকি আমরা আবার অন্ধকারে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দিকে চলে যাবো এটি নির্ধারণ করবে আগামীর ফেব্রুয়ারির নির্বাচন। 
জামায়ার এ নেতা আরও বলেন, একটি দল নতুন করে ভারতের সঙ্গে আপোস করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়। এদেশের মানুষ তা হতে দিবে না । আমরা ১১ দলীয় জোটের মাধ্যমে নির্বাচন করছি, এই ১১দলীয় জোটে সকল ইসলামী দলগুলো আছে, ৭১ এর বীর মুক্তিযুদ্ধা কর্নেল অলি আহমেদ বীর বিক্রম আছেন, আর জুলাই বিপ্লবের অন্যতম সেনানীরা আছেন, ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করব। 
 ডা. তাহের আরও বলেছেন, আমাদের সরকার হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের সরকার। এ সরকারে কোন দুর্নীতিবাজ থাকবে না। এদেশের মানুষ আর চাঁদাবাজদের ভোট দিবে না, দখলদারদের ভোট দিবে না। আমরা দেখেছি, স্বৈরাচারের পতনের পর চাঁদাবাজির স্থানগুলো দখল করেছে একটি দল আপনারা কি সেই দলের নাম জানেন? আমাকে অনেক ব্যবসায়ী বলেছেন আগে যদি ১০ টাকা চাঁদা দিতে হতো এখন নাকি ২০ টাকা দিতে হয়। চাঁদার শিকার এদেশের রিক্সাওয়ালারা, ছোট দোকানদার, বাসস্ট্যান্ড, মোটরচালকরা, ট্যাম্পু স্ট্যান্ড। এই দেশের মানুষ চাঁদার কারণে অতিষ্ঠ হয়ে আছেন। আমরা এমন এক দেশ গড়ব, যে দেশে চাঁদাবাজি থাকবেনা মানুষের অধিকার থাকবে, উচ্চ শিক্ষা থাকবে, মানুষের প্রতি সম্মান-শ্রদ্ধা থাকবে। এই বাংলাদেশ স্বাধীন করে দাঁড়াবে ইনশাআল্লাহ। 
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২