
লা
লিগায় সর্বশেষ ম্যাচ হারের পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেয়েছে
বার্সেলোনা। চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগকে ৪-২ ব্যবধানে হারিয়ে
পয়েন্ট টেবিলের নবম অবস্থানে উঠেছে। কিন্তু ওই ম্যাচের পরই বড় দুঃসংবাদ
পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এক মাসের জন্য মাঝমাঠের স্প্যানিশ তারকা
পেদ্রিকে হারিয়ে বসেছে কাতালানরা।
সর্বশেষ ম্যাচে ৬১তম মিনিটে চোট নিয়ে
মাঠ ছাড়তে বাধ্য হন ২৩ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচ খেলে বার্সেলোনায় ফেরার
পর পেদ্রির পায়ে পরীক্ষা করানো হয়। যেখানে তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা
পড়ে। ওই চোট থেকে সেরে উঠতে পেদ্রির এক মাসের মতো সময় লাগবে বলে এক
বিবৃতিতে নিশ্চিত করেছে বার্সেলোনা।
এর আগে প্রাগের বিপক্ষে দারুণ জয়ের
বার্সার কোচ হ্যান্সি ফ্লিক পেদ্রির চোট নিয়ে বলেছিলেন, ‘এটা ভালো খবর
নয়।’ তখন অবশ্য তিনি ২৩ বছর বয়সী এই ফুটবলারের চোট কতটা গুরুতর তা জানতেন
না। নতুন বছরে মৌসুমের দ্বিতীয়ভাগ যখন শুরু হয়েছে, এই মুহূর্তে
গুরুত্বপূর্ণ সব ম্যাচ বার্সেলোনার সামনে। যেখানে পেদ্রিকে হারানো বার্সার
জন্য বড় ধাক্কাই বটে।
এখন পর্যন্ত চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে
বার্সেলোনার জার্সিতে ২৪ ম্যাচে শুরুর একাদশে খেলেছেন পেদ্রি। যেখানে
ব্লুগ্রানারা বেশিরভাগ ম্যাচেই জিতেছে। পেদ্রি করেছেন ৪ গোল। গত মৌসুমে লা
লিগা ও স্প্যানিশ কোপা দেল রের চ্যাম্পিয়নরা প্রতিযোগিতা দুটিতে ভালোভাবেই
টিকে আছে। এবারও শিরোপা অক্ষুণ্ন রাখতে আসন্ন ম্যাচগুলো তাদের জন্য
গুরুত্বপূর্ণ।
