কবির হোসেন, তিতাসঃ ত্রোয়দশ সংসদ নির্বাচনে কুমিল্লা-১(দাউদকান্দি -মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, আপনারা বিগত ১৬ বছরে জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনে ভোট দিতে পারেননি। ভোটের বাক্স ছিনতাই,একদলীয় নির্বাচন এবং দিনের ভোট আগের রাতেই হয়েছে। আশা করছি, এইবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিতে পারবেন।
গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই।
আপনাদের ভোটে বিএনপি ক্ষমতাসীন হলে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে সরকার। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়ে তুলবেন। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। ইতোমধ্যে জনাব তারেক রহমান সবাইকে নিয়ে একটি উন্নত দেশ গড়ার দৃঢ়আশাবাদ ব্যক্ত করেছেন। আজ বৃহস্পতিবার ২২ জানুয়ারি দিনব্যাপী মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ড.মোশাররফ উপরোক্ত কথা গুলো বলেন।
এর আগে সকালে নিজ গ্রাম দাউদকান্দির গয়েশপুরে পিতা-মাতা ও দাদা-দাদীর কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করেন এবং প্রচুরসংখ্যক নেতাকর্মী নিয়ে নির্বাচনি এলাকা মেঘনা উপজেলায় গণসংযোগকালে কমপক্ষে ১২টি স্পটে পথসভায় ড.খন্দকার মোশাররফ বলেছেন, দেশের উন্নয়ন,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। ধানের শীষের দল বিএনপি যখনই ক্ষমতায় ছিলো, দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যখাত সমৃদ্ধ ও মজবুত ভিত্তি ছিলো। মানুষ নিরাপদে সুখে-শান্তিতে জীবন যাপন করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশটাকে সকল ক্ষেত্রে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। আগামীতে উন্নত,সুখী-সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিতে তিনি সর্বস্তরের ভোটারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
ড.খন্দকার মোশাররফ কুমিল্লার মেঘনা উপজেলার ভাটেরচর, লুটেরচর, ভাওরখোলা,মুগারচর, কদমতলা, মোহাম্মদপুর, ওমরাকান্দা, বড়কান্দা, কান্দারগাঁও, তুলাতলী,রতনপুর, চন্দনপুর ও রাধানগরসহ ১২টি স্পটে ব্যাপক গণসংযোগ করেন। পথসভায় প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেন,অতীতে যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, তখন বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। এইবারও ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে মানুষের স্বপ্ন পূরণ করবে। তারেক রহমান দেশের মাটিতে পা রেখেই তাঁর পরিকল্পনার কথাই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান অব দ্য কান্ট্রি, ফর মাই কান্ট্রি। মেঘনায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রমিজউদ্দিন লন্ডনী, আজহারুল হক শাহীন, আবদুল অদুদ মুন্সি, পিটার চৌধুরী, দিলারা শিরীন, শাহাবউদ্দিন, জালালউদ্দিন, আতাউর রহমান।
