শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
১০ মাঘ ১৪৩২
লালমাই উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রদীপ মজুমদার :
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১২:৪৭ এএম |


কুমিল্লার লালমাইয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু এর  সভাপতিত্বে লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আকতার শিফা, লালমাই আর্মি ক্যাম্প অফিসার মেজর নোফায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এনামুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মিন্টু চন্দ্র মজুমদার, বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সহ  উপজেলা প্রশাসন, সেনাবাহিনী,পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, যানজট, বাজার মনিটরিং সহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষভাবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
বক্তারা নির্বাচন চলাকালে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলের জন্য নির্বাচন আচরণ বিধি কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। এসময় কোনো ধরনের প্রভাব বিস্তার, অপপ্রচার কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, গোয়েন্দা নজরদারি জোরদার এবং নির্বাচনকালীন সময়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখা সহ স্থানীয় জনগণকে সচেতন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার গুরুত্বারোপ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা কমিটির এই উদ্যোগ স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নির্বাচনী সময়কালকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রাখবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
রিট খারিজ, ভোটে অনিশ্চিত বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উনাকে আগেইবলেছিলাম, ঋণ পরিশোধ করেছেনকি না?’
১১ টি আসনে প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
প্রতীক পেলেন কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থী
বিএনপির বিদ্রোহী দুই স্বতন্ত্র প্রার্থী বহিস্কার
বিএনপির তিন‘বিদ্রোহী’ কে কোন প্রতীক পেলেন:
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২