শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
১০ মাঘ ১৪৩২
মার্সেইয়ে লিভারপুলের দাপুটে জয়
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১২:৪৭ এএম |


মার্সেইয়ের উত্তাল গ্যালারি, বিটলস থিমের টিফো আর স্বাগতিকদের জয়ের প্রত্যাশা; সবকিছুকে ছাপিয়ে গেল লিভারপুলের নিয়ন্ত্রিত ও পরিণত পারফরম্যান্স। বুধবার রাতে ফ্রান্সের মাটিতে ৩-০ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে সরাসরি জায়গা করে নেওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেল ইংলিশ জায়ান্টরা।
সব নজর ছিল মোহাম্মদ সালাহর দিকে। দীর্ঘ বিরতির পর দলে ফেরা মিশরীয় তারকা অবশ্য ম্যাচে বড় কোনো ছাপ রাখতে পারেননি। বরং আলো কাড়লেন তার ঘনিষ্ঠ বন্ধু ও লিভারপুলের সবচেয়ে ধারাবাহিক পারফরমার ডমিনিক সোবোসলাই।
প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার। সেট-পিসটি ছিল সালাহর বাঁ পায়ের জন্য আদর্শ জায়গায়। কিন্তু সোবোসলাই দায়িত্ব নিয়ে নেন। নিচু শটে দেয়াল টপকে বল জড়িয়ে দেন জালে। মার্সেই অধিনায়ক লিওনার্দো বালেরদির লাফের নিচ দিয়ে গড়িয়ে ঢুকে যায় বল।
দ্বিতীয়ার্ধে চাপ বাড়াতে শুরু করে স্বাগতিকরা। ঠিক সেই সময় জেরেমি ফ্রিম্পংয়ের ক্রস গোলরক্ষক জেরোনিমো রুলির গায়ে লেগে ঢুকে যায় জালে। কিছুটা ভাগ্য সহায় হলেও লিভারপুল তখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয়।
শেষ দিকে বদলি হিসেবে নামা কোডি গাকপো যোগ করা সময়ে আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন। চলতি মৌসুমে তিন গোলের ব্যবধানে এটি লিভারপুলের মাত্র দ্বিতীয় জয়।
২৬ নভেম্বরের পর এটি ছিল সালাহর প্রথম শুরুর একাদশে ফেরা। পিএসভির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর দল থেকে বাদ পড়া এবং কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জনের পর আফ্রিকা কাপ অব নেশনস যেন তাকে নতুন করে শুরুর সুযোগ করে দেয়। তবে এই ম্যাচে তার একাধিক সুযোগ নষ্ট হওয়ায় স্পষ্ট- এখন ম্যাচের ভাগ্য নির্ধারণের ভার কেবল তার কাঁধে নেই। ফ্লোরিয়ান ভির্টজ, সোবোসলাই ও আংশিকভাবে হুগো একিতিকে এখন লিভারপুলের আক্রমণের মূল ভরসা।
মার্সেইয়ের হয়ে টিমোথি ওয়াহ দুটি ভালো সুযোগ পেলেও অ্যালিসন বেকারের দৃঢ়তায় গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
সব মিলিয়ে আত্মবিশ্বাসী ও সংগঠিত এক লিভারপুলের সামনে মার্সেই দাঁড়াতেই পারল না। এই জয়ে প্লে-অফ এড়ানোর দরজাটা লিভারপুলের জন্য আরও একটু খুলে গেল। শেষ ষোলো এখন চোখের সামনে। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
রিট খারিজ, ভোটে অনিশ্চিত বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উনাকে আগেইবলেছিলাম, ঋণ পরিশোধ করেছেনকি না?’
১১ টি আসনে প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
প্রতীক পেলেন কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থী
বিএনপির বিদ্রোহী দুই স্বতন্ত্র প্রার্থী বহিস্কার
বিএনপির তিন‘বিদ্রোহী’ কে কোন প্রতীক পেলেন:
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২