
দাপুটে জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছেন নোভাক জোকোভিচ। এই জয়ে দারুণ এক মাইলফলকও স্পর্শ করেছেন পুরুষ এককে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান তারকা।
মেলবোর্ন পার্কে সোমবার প্রথম রাউন্ডে বয়সে ১০ বছরের ছোট স্পেনের পেদ্রো মার্তিনেসকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারান ৩৮ বছর বয়সী জোকোভিচ। দুই ঘন্টার লড়াইয়ে ৫৭টি সার্ভের মধ্যে মাত্র পাঁচ পয়েন্ট হারান তিনি।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের এককে জোকোভিচের শততম জয় এটি। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এখানে জয়ের সেঞ্চুরি করলেন তিনি। আর দুটি জয় পেলে স্পর্শ করবেন আরেক কিংবদন্তি রজার ফেদেরারের রেকর্ড।
জোকোভিচের জয়ের সেঞ্চুরি আছে আরও দুটি গ্র্যান্ড স্ল্যামে। উইম্বলডনে তার জয় ১০২টি, ফরাসি ওপেনে ১০১টি। আর ইউএস ওপেনে আছে ৯৫টি জয়।
ভিন্ন তিন গ্র্যান্ড স্ল্যামে একশ জয় ও চার গ্র্যান্ড স্ল্যামের সবকটিতে অন্তত ৯৫টি জয় টেনিস ইতিহাসে আর কোনো খেলোয়াড়ের নেই।
২০২৩ সালে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতে রেকর্ডের উচ্চতায় পা রাখার পর টানা দুই বছরে কোনো মেজর জিততে পারেননি জোকোভিচ। পুরুষ-নারী মিলিয়ে কিংবদন্তি মার্গারেট কোর্টকে (২৪টি) ছাড়িয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি একার করে নেওয়ার অপেক্ষাও তাই কেবলই বেড়েছে তার।
অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড ১০ বারের শিরোপা জয়ী জোকোভিচ এখানেও সবশেষটি জিতেছেন ২০২৩ সালে।
