কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় গতকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার মাধবপুর
ইউনিয়নের মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিনামূল্যে ‘স্কুল মিল্ক
ফিডিং’ কর্মসূচি পালন করা হয়েছে। উক্ত কর্মসূচি উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। তিনি কোমলমতি শিশুদের মধ্যে
স্কুল মিল্ক ফিডিং পণ্য সকলের মাঝে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন
ব্রাহ্মণপাড়া উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা হালিমা পারভীন, মকিমপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ মিয়াসহ এলাকার গণ্যমান্য
ব্যক্তিবর্গ। ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নের ১ নং মকিমপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের কর্মসূচিতে অংশগ্রহণ ও কোমলমতি শিশুদের সাথে মতবিনিময়
করেন। এছাড়া দুগ্ধ, দুগ্ধজাত পন্যের পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক
প্রশিক্ষণে শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকদের সাথে বিদ্যালয়
উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা
অনুষ্ঠান শেষে মাধবপুর ও চান্দলা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন
করেন।
