বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬
৯ মাঘ ১৪৩২
প্রতীক বরাদ্দের দিনেই কুমিল্লায় আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ক্ষুব্ধ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:৫৭ এএম আপডেট: ২২.০১.২০২৬ ১:২৪ এএম |


  প্রতীক বরাদ্দের দিনেই কুমিল্লায় আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ক্ষুব্ধ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারানিজস্ব প্রতিবেদক: প্রতীক বরাদ্দের দিনেই আচরণবিধি লঙ্ঘনের হিড়িক দেখা গেছে কুমিল্লায়। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের কর্মকর্তা ও নির্বাচন অফিসের কর্মকর্তারা। তারা বলছেন, প্রতীক বরাদ্দের সময়েই যদি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও আশপাশে প্রার্থী এবং সমর্থকদের এমন ‘হুড়োহুড়ি-বিশৃঙ্খলা’ দেখা যায়, তাহলে ভবিষ্যতে কী হবে?
জানা গেছে, 
বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলার ১১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৮০ জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় প্রতীক বরাদ্দ নিতে প্রার্থী এবং তার প্রস্তাবক সমর্থক ছাড়া অন্য কারো উপস্থিত থাকার কথা না থাকলেও বেশির প্রার্থী ও তাদের সমর্থককেই দেখা গেছে মিছিল নিয়ে স্লোগান দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশ করেছেন। এমনও চিত্র দেখা গেছে এক পর্যায়ে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষটি বিভিন্ন প্রার্থীর নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় প্রতীক বরাদ্দ কার্যক্রম।
এসময় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম ক্ষুব্ধ প্রতিক্রি ব্যক্ত করে বলেন, আপনারা যদি এই অবস্থা অব্যাহত রাখেন তাহলে প্রতীক বরাদ্দ কার্যক্রম আমরা শুরু করবো না। এখনই যদি এই অবস্থা হয়- ভবিষ্যতে কী হবে?
তবে এদিকে কোনো প্রার্থীর সমর্থককেই ভ্রুক্ষেপ করতে দেখা যায়নি। পরে পরিস্থিতি কিছুটা ‘শান্ত’ হলে পুনরায় প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান বলেন, প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হওয়ার পূর্বেই আমরা প্রার্থী ও তাদের সমর্থকদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানিয়েছি। সকালে আমরা আচরণ বিধিমালাও তাদের সামনে তুলে ধরেছি। তারপরও সম্মেলন কক্ষ ও কার্যালয়ের নিচে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি লক্ষ্য করা গেছে। আমরা প্রার্থীদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছি আচরণ বিধি মেনে না চললে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রতীক পেলেন কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থী
বিএনপির তিন‘বিদ্রোহী’ কে কোন প্রতীক পেলেন:
প্রতীক বরাদ্দের দিনেই কুমিল্লায় আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ক্ষুব্ধ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা
১১ টি আসনে প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
মঞ্জুরুল আহসান মুন্সীর ভোটের দুয়ার খুলল না
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার দেবিদ্বারে প্রার্থীতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল মুন্সীর রিট খারিজ
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২