বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬
৯ মাঘ ১৪৩২
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর)
বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:৪২ এএম |


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তার ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর এলাকার সার্বিক উন্নয়নে ১৯ দফা অঙ্গীকার তুলে ধরেন। এসব অঙ্গীকারের মধ্যে রয়েছে— ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আধুনিকায়ন ও ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেন চালু, তিতাস নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা ও শহরের খাল পরিষ্কার, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ বসবাস নিশ্চিত করা, নারী ও শিশুদের জন্য কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নমূলক প্রকল্প গ্রহণ, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা, শিক্ষিত ও মেধাবী তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে জব ফেয়ার ও চাকরি মেলা আয়োজন, শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলার জন্য মাঠ ও ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, গ্রাম পর্যায়ে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও জলাশয় সংরক্ষণ, শীতকালে গ্যাস সংকট নিরসনে নতুন গ্যাস সংযোগ ও বিকল্প জ্বালানির ব্যবস্থা, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষিপণ্য বিপণন কেন্দ্র স্থাপন, সদর ও বিজয়নগরের প্রশাসনকে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক করা, নগর ব্যবস্থাপনা উন্নয়নে নতুন বাইপাস ও বিকল্প সড়ক নির্মাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ, সদর হাসপাতালের আধুনিকায়ন ও শয্যা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সংকট নিরসন, যুব সমাজের জন্য আইটি পার্ক ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং সার্বিকভাবে একটি সুশাসনভিত্তিক মানবিক ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা।
সংবাদ সম্মেলনে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও একটি মাদক-চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের ভোট নিজেরা দিয়ে পরিবর্তনের পক্ষে দাঁড়াতে হবে এবং ধানের শীষ প্রতীকে একটি ভোটই সদর ও বিজয়নগরবাসীর ভবিষ্যৎ বদলের হাতিয়ার হতে পারে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সভাপতি এবিএম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রতীক পেলেন কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থী
বিএনপির তিন‘বিদ্রোহী’ কে কোন প্রতীক পেলেন:
প্রতীক বরাদ্দের দিনেই কুমিল্লায় আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ক্ষুব্ধ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা
১১ টি আসনে প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
মঞ্জুরুল আহসান মুন্সীর ভোটের দুয়ার খুলল না
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার দেবিদ্বারে প্রার্থীতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল মুন্সীর রিট খারিজ
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২