কুমিল্লায় ১১ টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ১০ জন তাদের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।
রিটার্নিং কর্মকর্তা জানান, প্রাথমিক যাচাই বাছাইয়ে কুমিল্লার ১১ টি আসনে মোট ১০৭টি জমা পড়ে। এর মধ্যে ৭৬টি মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়। বাতিল হয় ৩১ টি। পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল হয় ২৮টি। কমিশন থেকে বাতিলের বিরুদ্ধে ১৪ টি আবেদন মঞ্জুর হলে মোট প্রার্থী সংখ্যা দাঁড়ায় ৯০। সর্বশেষ ২০ জানুয়ারি মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে বর্তমানে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৮০ জন।
উল্লেখ্য, কুমিল্লা ৪ এবং কুমিল্লা ১০ আসনে বিএনপি মনোনীত দুইজন প্রার্থীর মনোনয়নের বৈধতা নিয়ে হাইকোর্টের রিট রয়েছে। তবে আদালতের ফল জানার আগ পর্যন্ত সেগুলো বাতিল বলেই তালিকাভুক্ত হয়েছে।
যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন, কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন খেলাফত মজলিসের সৈয়দ আব্দুল কাদের, কুমিল্লা ২ আসনে প্রত্যাহার করেছেন ইসলামিক ফ্রন্টের আব্দুস সালাম, কুমিল্লা ৪ আসনে খেলাফতে মজলিসের মোফাজ্জল হোসেন, কুমিল্লা-৬ আসনে বিএনপি'র স্বতন্ত্রপ্রার্থী মোঃ আমিনুর রশিদ ইয়াসিন ও এবি পার্টির মিয়া মোহাম্মদ তৌফিক, ৭ আসনে বাংলাদেশ জামাইয়েত ইসলামীর মোশাররফ হোসেন, কুমিল্লা-৮ আসনে খেলাফত মজলিসের জোবায়ের হোসেন, কুমিল্লা ৯ আসনে খেলাফত মজলিসের মোঃ আব্দুল হক আমিনী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ মাহবুবুর রহমান।
