বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬
৯ মাঘ ১৪৩২
স্বপ্ন পূরণে কৃষ্ণারা এখন তাকিয়ে শেষ দুই ম্যাচে
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:৪২ এএম আপডেট: ২২.০১.২০২৬ ১:২২ এএম |

  স্বপ্ন পূরণে কৃষ্ণারা এখন তাকিয়ে শেষ দুই ম্যাচেশ্রীলঙ্কার জালে জোড়া গোল করার পাশাপাশি দুই গোলে অবদান রেখেছেন কৃষ্ণা রানী সরকার। দারুণ জয়ে সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপের টেবিলে শীর্ষে উঠেছে বাংলাদেশ। কাঙ্ক্ষিত শিরোপা জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছেন কৃষ্ণা-সাবিনারা।
থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বুধবার শ্রীলঙ্কাকে ছয় ৬-২ গোলে হারায় বাংলাদেশ। এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে দল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত। নেপাল ও পাকিস্তানের পয়েন্ট ৭ করে।
থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার আগে ঢাকার সংবাদ সম্মেলনে অধিনায়ক সাবিনা খাতুন, কোচ সাঈদ খোদারাহমি প্রস্তুতির কমতি, অনভিজ্ঞতার কথা উল্লেখ করেছিলেন। তবে ঘুরেফিরে তারা জানিয়েছিলেন ভালো ফল পাওয়ার আশাবাদও। পয়েন্ট টেবিলে দলের বর্তমান অবস্থান দেখাচ্ছে, ভালো কিছু পাওয়ার পথেই আছেন সাবিনা-কৃষ্ণারা।
শিরোপা লড়াইটা এ মুহূর্তে চলছে ভারত ও বাংলাদেশের মধ্যে। শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দেওয়ার পর কৃষ্ণা জানালেন, তারা এখন তাকিয়ে আছেন নিজেদের পরের দুই ম্যাচের দিকে।
“এটা (শ্রীলঙ্কার বিপক্ষে) আমাদের চতুর্থ ম্যাচ ছিল। খুব কঠিন ম্যাচ ছিল। প্রয়োজন ছিল দলবদ্ধ হয়ে খেলা। স্কোর করেছি ও করিয়েছি। আমাদের ৩ পয়েন্ট প্রয়োজন ছিল; সেটা আমরা পেয়েছি। দলের সবাই ভালো আছে। পরের ম্যাচে আমরা মনযোগ দিচ্ছি। লক্ষ্য থাকবে যাতে শেষ দুইটা ম্যাচে পূর্ণ পয়েন্ট আনতে পারি এবং লক্ষ্য পূরণ করতে পারি।”
রাউন্ড রবিন লিগে নিজেদের পঞ্চম ম্যাচে শুক্রবার পাকিস্তান এবং রোববার মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সাত দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রতীক পেলেন কুমিল্লার ১১টি আসনের ৮০ জন প্রার্থী
বিএনপির তিন‘বিদ্রোহী’ কে কোন প্রতীক পেলেন:
প্রতীক বরাদ্দের দিনেই কুমিল্লায় আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ক্ষুব্ধ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা
১১ টি আসনে প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
মঞ্জুরুল আহসান মুন্সীর ভোটের দুয়ার খুলল না
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার দেবিদ্বারে প্রার্থীতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল মুন্সীর রিট খারিজ
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২