শ্রীলঙ্কার
জালে জোড়া গোল করার পাশাপাশি দুই গোলে অবদান রেখেছেন কৃষ্ণা রানী সরকার।
দারুণ জয়ে সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপের টেবিলে শীর্ষে উঠেছে
বাংলাদেশ। কাঙ্ক্ষিত শিরোপা জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছেন
কৃষ্ণা-সাবিনারা।
থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বুধবার
শ্রীলঙ্কাকে ছয় ৬-২ গোলে হারায় বাংলাদেশ। এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট
নিয়ে শীর্ষে উঠেছে দল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত।
নেপাল ও পাকিস্তানের পয়েন্ট ৭ করে।
থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার
আগে ঢাকার সংবাদ সম্মেলনে অধিনায়ক সাবিনা খাতুন, কোচ সাঈদ খোদারাহমি
প্রস্তুতির কমতি, অনভিজ্ঞতার কথা উল্লেখ করেছিলেন। তবে ঘুরেফিরে তারা
জানিয়েছিলেন ভালো ফল পাওয়ার আশাবাদও। পয়েন্ট টেবিলে দলের বর্তমান অবস্থান
দেখাচ্ছে, ভালো কিছু পাওয়ার পথেই আছেন সাবিনা-কৃষ্ণারা।
শিরোপা লড়াইটা এ
মুহূর্তে চলছে ভারত ও বাংলাদেশের মধ্যে। শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ার
ধাক্কা সামলে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দেওয়ার পর কৃষ্ণা জানালেন, তারা এখন
তাকিয়ে আছেন নিজেদের পরের দুই ম্যাচের দিকে।
“এটা (শ্রীলঙ্কার বিপক্ষে)
আমাদের চতুর্থ ম্যাচ ছিল। খুব কঠিন ম্যাচ ছিল। প্রয়োজন ছিল দলবদ্ধ হয়ে
খেলা। স্কোর করেছি ও করিয়েছি। আমাদের ৩ পয়েন্ট প্রয়োজন ছিল; সেটা আমরা
পেয়েছি। দলের সবাই ভালো আছে। পরের ম্যাচে আমরা মনযোগ দিচ্ছি। লক্ষ্য থাকবে
যাতে শেষ দুইটা ম্যাচে পূর্ণ পয়েন্ট আনতে পারি এবং লক্ষ্য পূরণ করতে পারি।”
রাউন্ড
রবিন লিগে নিজেদের পঞ্চম ম্যাচে শুক্রবার পাকিস্তান এবং রোববার মালদ্বীপের
বিপক্ষে খেলবে বাংলাদেশ। সাত দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে
চ্যাম্পিয়ন।
