
বাংলাদেশের
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি নাজমুল হোসেন শান্ত। তবে দেশের
টেস্ট অধিনায়ক তিনি, সিনিয়র ক্রিকেটারদের একজন। ক্রিকেটারদের মনের ভাষা তো
তার ভালোই জানা। সেই ভাষা পড়েই তিনি বলছেন, বিশ্বকাপের মতো ইভেন্টে সবসময়ই
খেলতে চান তারা। তবে আলোচিত বিষয়গুলোর সমাধানের কথাও বললেন বাঁহাতি এই
ব্যাটসম্যান।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা
আপাতত সুতোয় ঝুলছে। নিরাপত্তা ঝুঁকির জন্য জানিয়ে ভারতের বিশ্বকাপ খেলতে
যাবে না বলে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি। দুই পক্ষের দুই দফায় বৈঠকেও
কোনো সমাধান আসেনি।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের অধিনায়ক লিটন কুমার
দাস মঙ্গলবার বিপিএলের এলিমিনেটর ম্যাচ শেষে বলেছেন, ভারতে না যাওয়ার
সিদ্ধান্ত নিয়ে তার সঙ্গে কোনো আলোচনা করেনি বোর্ড। পরে রাতে প্রথম
কোয়ালিফায়ার শেষে সেটি নিশ্চিত করলেন শান্তও। তিনি শুধু টেস্ট অধিনায়কই নন,
ক্রিকেটারদের সংগঠন কোয়াবের কার্যনির্বাহী কমিটিরও সদস্য। তিনিও জানালেন,
কোনো ধরনের আলোচনা তাদের সঙ্গে হয়নি বোর্ডের।
ক্রিকেটারদের একজন হিসেবে শান্ত জানিয়ে রাখলেন বিশ্বকাপ খেলা নিয়ে তাদের ভাবনা।
“ক্রিকেটার
হিসেবে আমরা সবসময় চাই ক্রিকেট খেলতে। আর বিশ্বকাপের মতো ইভেন্ট হলে তো
অবশ্যই… কেন নয়? কারণ এই ধরনের ইভেন্ট দুই বছর পর পর আসে। ৫০ ওভারের
বিশ্বকাপ চার বছর পর পর আসে। আমার মনে হয়, আমাদের জন্য এটা সুযোগ ওখানে
ভালো ক্রিকেট খেলার।”
যে সমস্যাগুলোর কারণে বিশ্বকাপ খেলা নিয়ে টানাপোড়েনের তৈরি হয়েছে, সেগুলোর সমাধান করার কথাও বললেন শান্ত।
“এখানে
অনেক ইস্যু আছে, সেই বিষয়গুলো ব্যক্তিগতভাবে আমি শতভাগ জানি না। আমি
বিশ্বাস করি যে, এই বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করে যদি সুযোগ হয়,
বিশ্বকাপে ক্রিকেটাররা যদি যেতে পারে, অবশ্যই ভালো হবে। ভেতরের আসলে কী
হচ্ছে না হচ্ছে, এ বিষয় আমি যেহেতু জানি না, মন্তব্য করা কঠিন। ক্রিকেটার
হিসেবে তো অবশ্যই আমরা খেলতে চাই।”
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর
খবর অনুযায়ী, বুধবারের মধ্যেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির
কাছে জানিয়ে দেওয়ার কথা বিসিবির। যদিও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার খবর
অস্বীকার করেছে বিসিবি।
