রোববার ১৮ জানুয়ারি ২০২৬
৫ মাঘ ১৪৩২
সুপার কাপ না হলেও ১৬ দলের স্বাধীনতা কাপের আশ্বাস
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:৪২ এএম আপডেট: ১৮.০১.২০২৬ ১:৫৭ এএম |



 সুপার কাপ না হলেও ১৬ দলের স্বাধীনতা কাপের আশ্বাস

ঘরোয়া ফুটবলের অনিয়মিত টুর্নামেন্ট স্বাধীনতা কাপ। বাফুফে ২০২৫-২৬ ফুটবল মৌসুমে এই টুর্নামেন্ট ১৬ দল নিয়ে করতে চায়। আজ লিগ কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘বাংলাদেশ ফুটবল লিগের দশ দল, চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ, সার্ভিসেস তিন দল আর জেলা চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল নিয়ে ৫ মে থেকে স্বাধীনতা কাপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ঐ টুর্নামেন্টে শুধুই বাংলাদেশি ফুটবলাররা খেলবে। এবার লিগে সার্কের ফুটবলাররা স্থানীয় হিসেবে খেললেও স্বাধীনতা কাপে শুধুই বাংলাদেশিদের।’
প্রিমিয়ার লিগের দুই লেগের মধ্যবর্তী সময়ে সুপার কাপের সূচি ছিল। সেই টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি ফেডারেশন। লিগের পর স্বাধীনতা কাপ নিয়ে তাই সংশয় থেকেই যায়। এ নিয়ে লিগ কমিটির চেয়ারম্যান বলেন, 'আমরা স্বাধীনতা কাপের ব্যাপারে শতভাগ আশাবাদী।’ হামজা চৌধুরি আগমনের পর বাংলাদেশের ফুটবলে উন্মাদনার পাশাপাশি স্পন্সরও আকৃষ্ট হয়েছে। এরপরও সুপার কাপ আয়োজন করতে না পারা নিয়ে ইমরুল বলেন, ‘কিছুটা তো পীড়া দিবেই। তবে আমরা আশাবাদী পরবর্তী সিজন থেকে সুপার কাপ করতে পারব।’
লিগের ফিকশ্চার ফরম্যাট ও খেলা স্থগিতের ব্যাপারে ক্লাবগুলোর আপত্তি থাকে প্রতিনিয়ত। ৬ ফেব্রুয়ারির ম্যাচের পর আবার ২০ ফেব্রুয়ারি লিগের খেলা। নির্বাচনের জন্য পরের সপ্তাহ খেলা বিরতি। মোহামেডান সহ কয়েকটি ক্লাবের দাবি ছিল নির্বাচনের পরই খেলা শুরু করা। আর এই এক সপ্তাহ সিঙ্গাপুর ম্যাচের আগে পুষিয়ে নেয়া। এ নিয়ে লিগ কমিটির চেয়ারম্যান বলেন, ‘মোহামেডান ক্লাব থেকে একটি আবেদন ছিল। নির্বাচনের পর খেলা শুরু করলে লিগ শেষ হবে মে মাসের প্রথম সপ্তাহে। তখন অনেক ক্লাবকে বিদেশি খেলোয়াড়দের পুরো মাসের বেতন দিতে হবে। এজন্য ২৯ এপ্রিলের মধ্যেই খেলা শেষ করা হয়েছে।’

লিগ কমিটি ক্লাবগুলো নিয়ে কাজ করে। অথচ ক্লাবগুলোর সঙ্গে আনুষ্ঠানিক মত বিনিময় সভা করে না। ক্লাবগুলোর দাবি দাওয়া-অভাব, অভিযোগ জানানোর ক্ষেত্রও কম। এ নিয়ে লিগ কমিটির চেয়ারম্যান বলেন, ‘সরাসরি বসা ছাড়াও আলোচনা হতে পারে চিঠির মাধ্যমে। ক্লাবগুলোকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়, তারাও চিঠি দেন। নীতি নির্ধারণী বিষয়ে 
ফেডারেশনই করে,ক্লাবগুলো শুধু অংশগ্রহণ করে।’ 
লিগ কমিটির চেয়ারম্যান বৈশ্বিক ফুটবলের উদাহরণ দিলেও বাংলাদেশে বেশ ভিন্ন। শীর্ষ ক্লাবের সভাপতি ফেডারেশনের লিগ কমিটির চেয়ারম্যান হওয়ার ঘটনা তেমন দেখা যায় না। যা স্পষ্টত স্বার্থের সংঘাত। কাজী সালাউদ্দিনের মতো তাবিথ আউয়ালও সেটা বজায় রেখেছেন।
প্রিমিয়ার লিগ একটি দেশের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা। এই লিগে সম্প্রচারের মান যাচ্ছেতাই। দর্শক, সাংবাদিকরা খেলা দেখার সুযোগ পান না ঠিক মতো। দ্বিতীয় লেগ থেকে এই সমস্যা সমাধান হওয়ার আশ্বাস দিয়েছেন কমিটির চেয়ারম্যান।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মনির চৌধুরী-হাজী ইয়াছিন বৈঠক
আপিল শুনানিতে মুন্সীর প্রার্থিতা বাতিল
কুমিল্লার তিন হেভিওয়েট প্রার্থীর আপিল শুনানি আজ
খালেদা জিয়া ছিলেন এদেশের মুক্তিকামী জনগণের নেত্রী -মনিরুল হক চৌধুরী
উত্তরার আবাসিক ভবনে অগ্নিকাণ্ড নিহত পাশাপাশি কবরে একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন‎
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার একই পরিবারের তিনজনের প্রাণহানী
আমরা মিলে গেছি, কারো বিরুদ্ধে কথা বলে লাভ নাই : মনির চৌধুরী
কুমিল্লায় আইসিএল শফিক ডিবির হাতে গ্রেপ্তার
নাঙ্গলকোটে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ২
ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২