কুমিল্লার
হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী মহিষমারী ছিদ্দিকিয়া দরবার
শরীফের বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ই জানুয়ার বৃহস্পতিবার বাদ আছর হতে রাত ২টা পর্যন্ত মহিষমারী পূর্ব পাড়া ছিদ্দিকিয়া দরবার শরীফের মাঠে এ অনুষ্ঠান হয়।
এতে
দরবার শরীফের বর্তমার পীর খন্দকার মঈনুদ্দিন মনিরের প্রধান তত্ত্বাবধানে
প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন পীরে তরিকত হযরত মাওলানা মুফতী আব্দুর
রহমান রেজভী সুন্নী আল কাদরী (নেত্রকোণা)।
পীর মাহমুদ সূফী ইয়েমেনী
(রহঃ) ও পীরে কামেল খন্দকার ছিদ্দিকুর রহমান (রহঃ) এর স্মরণে আয়োজিত ওয়াজ
মাহফিলে প্রধান মেহমান হিসেবে আখেরী মোনাজাত পেশ করেন মহিষমারী সূফী দরবার
শরীফের পীর কেবলা রাহনুমায়ে শরিয়ত ও তরিকত আলহাজ্ব খন্দকার মহিউদ্দিন সূফী
আল কাদরী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা
বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ সাইদুল হাসান শাহিন, মোঃ নুরুজ্জামান
মিন্টু চেয়ারম্যান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম
জহির,যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান জুয়েল, ওয়ার্ড
বিএনপি'র সভাপতি মজিফুল ভূঁইয়া, মোঃ নাছির উদ্দিন, মোঃ আলাউদ্দিন মেম্বার,
রিপন ভুঁইয়া, তাজ মিয়াসহ এলাকাবাসি।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে ওয়াজ
ফরমান, শাহ সূফী হযরত মাওলানা মোঃ শব্দল হক-কুষ্টিয়া, মহিষমারী পশ্চিমপাড়া
জামে মসজিদের ইমাম হযরত মাওলানা জালাল উদ্দিন আনসারী, মধ্যপাড়া গাউসুল আযম
জামে মসজিদের ইমাম হযরত মাওলানা ইউনুস হোসাইন, পর্ব পাড়া পীর মাহমুদ সূফী
জামে মসজিদের ইমাম হযরত মাওলানা এরশাদ রেজা আল কাদরী ও কাজী বাড়ী জামে
মসজিদের ইমাম হযরত মাওলানা ইউসুফ হোসাইন প্রমুখ।
