ব্রাহ্মণপাড়ায়
বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ মিয়া (৮৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও
দাফন সম্পন্ন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা
৫০ মিনিটে তারক নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি....... রাজিউন)।
তিনি উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় গ্রামের বাসিন্দা ছিলেন এবং
পেশাগত জীবনে বাংলাদেশ পুলিশে কর্মরত (অবসর)ছিলেন।
শুক্রবার (১৬
জানুয়ারি) জোহর নামাজের পর নগরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে
মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে রাষ্ট্রের পক্ষ থেকে মরহুম বীর
মুক্তিযোদ্ধা হানিফ মিয়াকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জাতীয়
পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং এক মিনিট
নীরবতা পালন করা হয়।
রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন সংশ্লিষ্ট
প্রশাসনের প্রতিনিধি। এসময় বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার
প্রদান করেন। পরে ধর্মীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে
দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা
নামাজে উপস্থিত থেকে শোক প্রকাশ করেন সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মনিরুল হক চৌধুরী, ইউপি সদস্য ইসমাইল মেম্বার, আবু তাহের মাস্টার,
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আবদুল আলীম খান,
এডভোকেট মোঃ হান্নান, এডভোকেট সাইফুল ইসলাম, এডভোকেট জাকির হোসেন, আবু
ইউসুফ বাবুল, মোঃ জাকির খান সম্রাট, সাংবাদিক মোস্তফা কামালসহ এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ।
এ সময় বক্তারা মরহুমের
আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর
সমবেদনা জানান। তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা হানিফ মিয়া দেশের স্বাধীনতা
অর্জনে সাহসী ভূমিকা পালন করেছেন, যা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
