মুরাদনগর
প্রতিনিধি: ‘আসুন একসাথে ভবিষ্যৎ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে ঐক্য,
শিক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর
ইউনিয়নের পায়ব গ্রামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘পায়ব সমাজকল্যাণ
সংঘ’-এর আত্মপ্রকাশ ঘটেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) পায়ব সমাজকল্যাণ
সংঘের আহবায়ক কমিটির আয়োজনে পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি
বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৩০ জন সদস্য নিয়ে সংগঠনটির কার্যক্রম
আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
আবুল কাসেম সরকারের সভাপতিত্বে ও তোফাজ্জল
হোসেন মুন্সির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান
বাবু ও সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন মো: তোফাজ্জল
হোসেন।
অথীত সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোরহান উদ্দিন
মুন্সি, গোলাম কিবরিয়া, আমিনুল ইসলাম মুন্সি, আমজাদ হোসেন সরকার, নাসিম
মোল্লা, পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফয়সাল,
মাসুদ আহমেদ,শামীম আহমেদ।
অনুষ্ঠানে সংগঠনের আয়োজিত বৃত্তি পরীক্ষায়
প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত ৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রদান, ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। একই সঙ্গে গ্রামের
উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রাখায় ১২ জন বিশিষ্ট
ব্যক্তিকে স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় আরো
উপস্থিত ছিলেন, মো: নজরুল ইসলাম, মো: শাহজালাল সরকার, মুস্তাফিজুর রহমান
বাবু, আবু কাউসার জুয়েল, মো: আনোয়ার মুন্সি, মো: নাঈম সরকার, আব্দুর রহিম
সরকার, মো: ওমর ফারুকসহ সংগঠনের সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে
বক্তারা বলেন, গ্রামের শিক্ষার্থীদের মেধাবিকাশে মেধাবৃত্তি প্রদান,
গ্রামে একটি লাইব্রেরি স্থাপন এবং দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের সহায়তায়
কল্যাণ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার
দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও জানান, গ্রামের সকল
ছেলে-মেয়ে যেন শতভাগ কমপক্ষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে সে লক্ষ্যে
পরিকল্পিতভাবে কাজ করা হবে। সামাজিক কাজে সচেতনতা বৃদ্ধি ও মানবিক
কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে পায়ব সমাজকল্যাণ সংঘ গ্রাম উন্নয়নে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
